শালবনীতে লরির ধাক্কা অটোতে, মৃত ২, জখম স্কুলপড়ুয়া সহ ১৩ জন, পুলিশকে ঘিরে বিক্ষোভ
ABP Ananda, web desk | 20 Apr 2017 01:13 PM (IST)
শালবনী: পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অটোতে লরির ধাক্কা। মৃত ২। আহত ১৩। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে শালবনি থানার আইসি-কে হেনস্থার অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুর। সকাল সাড়ে ১০টা নাগাদ ভাদুতলায় ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। মেদিনীপুরগামী পণ্যবোঝাই ১০ চাকার লরিটির চাকা ফেটে যায়। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা অটোটিকে ধাক্কা মারে। আহত হয় ১১ জন স্কুলপড়ুয়া-সহ ১৩ জন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই মৃত্যু হয় দুই অটোযাত্রীর। লরিচালককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা।