Drishyam 3: হিন্দি ছবি 'দৃশ্যম' প্রথম পর্ব থেকেই চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছে। মালয়ালি ছবির রিমেক হলেও, বলিউডের এই ছবির জনপ্রিয়তা 'দৃশ্যম ২'- তেও ছিল একইরকম। এবার আসছে 'দৃশ্যম ৩'। ঘোষণা হয়ে গিয়েছে ছবির। আর তারপর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। 'দৃশ্যম ২'- তে দেখা গিয়েছিল অক্ষয় খান্নাকে। তবে এবার 'দৃশ্যম ৩'- এ দেখা যাবে না এই অভিনেতাকে। আর তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, অক্ষয় নিজেই নাকি সরে দাঁড়িয়েছেন ছবি থেকে, তাও শ্যুটিং শুরুর ১০ দিন আগে, এমনটাই দাবি 'দৃশ্যম ৩'- এর প্রযোজক পাঠকের। এবার আরও এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন এই প্রযোজক। 

Continues below advertisement

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যানোরমা স্টুডিওস- এর প্রযোজক কুমার মঙ্গত পাঠক অভিযোগ করেছেন, আদিত্য ধরের 'ধুরন্ধর' রিলিজের মাত্র একদিন আগে 'দৃশ্যম ৩' ছবি থেকে সরে দাঁড়ান অক্ষয় খান্না। সম্প্রতি 'ধুরন্ধর' ছবিতেই নজর কেড়েছেন অক্ষয়। তিনি অভিনয় করেছেন 'রহমান ডাকাত'- এর চরিত্রে। একটি গানে অক্ষয়ের নাচের 'হুক স্টেপ' এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রিলস, শর্টস, স্টোরি - সবেতেই বাজছে সেই গান এবং নেটিজেনরা নাচছেন অক্ষয় খান্নার নিজের তৈরি ড্যান্সিং স্টেপে। নতুন করে এত জনপ্রিয়তা পাওয়ার মাঝেই এবার অক্ষয়কে নিয়ে বিতর্কও তুঙ্গে। 

পাঠকের দাবি, অক্ষয়ের সিদ্ধান্তে হতবাক তিনি। কারণ ছবির স্ক্রিপ্ট শোনার সময় খুবই উৎসাহী ছিলেন অক্ষয়। এমনকি ছবির ন্যারেশন শোনার পর অক্ষয় তাঁকে জড়িয়ে ধরেছিলেন, আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন 'দৃশ্যম ৩' ৫০০ কোটির মাইলফলক পেরোবে, এমনটাই দাবি প্রযোজক পাঠকের। এর পাশাপাশি ছবির প্রযোজক এও দাবি করেছেন যে, অক্ষয়ের 'রেমুনারেশন' ঠিক হওয়ার পর, অভিনেতাকে অগ্রিম টাকাও দেওয়া হয়ে গিয়েছিল। পাঠকের আরও দাবি, একাধিকবার আলোচনার পর এই ছবিতে কত টাকা নেবেন, তা ঠিক করেন অক্ষয় খান্না। 

Continues below advertisement

এরপর গোটা টিম যখন তৈরি, সপ্তাহ ২ পরে শ্যুটিং শুরু হবে, তার আগেই অক্ষয়ের থেকে একটি মেসেজ পান পাঠক। প্রযোজকের দাবি, অভিনেতা জানান তিনি ছবি থেকে সরে যাচ্ছেন। এরপর অক্ষয়ের সঙ্গে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও, সাফল্য পাওয়া যায়নি। ক্ষুব্ধ প্রযোজক পাঠক বলছেন, অন্ত ভদ্রভাবে বেরোতে পারতেন উনি। কোনও ফোন, মেসেজের উত্তর না দিয়ে কীভাবে এমনটা করতে পারেন? ইতিমধ্যেই অক্ষয়কে আইনি নোটিস পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, অক্ষয়ের চরিত্রে 'দৃশ্যম ৩'- এ সম্ভবত অভিনয় করবেন জয়দীপ অহলাওয়াত।