নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মাটিতে ক্যাচ ধরার দুরন্ত প্রয়াস আর তাতেই মারাত্মক চোট। প্লীহায় আঘাত পান তারকা ব্যাটার। সেই চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরেই রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর। খবর অনুযায়ী, অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতের ওয়ান ডে দলের সহ-অধিনায়ক।

Continues below advertisement

অস্ট্রেলিয়ায় বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকার পর দেশে ফেরেন শ্রেয়স। হালেই দিনকয়েক আগে ব্রেবোর্ন স্টেডিয়ামে ফিটনেস ফিরে পেতে নিজের অনুশীলনের ভিডিও পোস্ট করেছিলেন তিনি। ২৪ ডিসেম্বরই নিজের রিহ্যাব প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যান শ্রেয়স। প্লীহার চোট সারিয়ে তিনি মুম্বইতেই ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন।

এবার শোনা যাচ্ছে তিনি শীঘ্রই মাঠেও নামতে পারেন। ঠিক কবে শ্রেয়স আবার ফিরবেন সেই নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য স্পষ্ট নয়। গোটা বিষয়ে অবগত বিসিসিআইয়ের এক সূত্র IANS-কে জানান, 'শ্রেয়স আজই মুম্বই থেকে বেঙ্গালুরুতে উড়ে এসেছেন এবং তিনি সেন্টার অফ এক্সিলেন্সে রিপোর্ট করবেন। এখনও পর্যন্ত ওই ওঁ কতদিন কাটাবে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। মেডিক্যাল দলের হয়তো ওঁর পরিস্থিতি সম্পূর্ণভাবে খতিয়ে দেখতে চার থেকে ছয়দিন সময় লাগবে। তারপরেই সেন্টার অফ এক্সিলেন্স ওঁর ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ধারিত করবে। ওঁ কবে সম্পূর্ণ ফিট এবং কবে ম্যাচ ফিট হতে পারবে, সেই দিনক্ষণ জানা যাবে।' 

Continues below advertisement

১১ জানুয়ারি থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় দিয়ে নতুন বছরটা শুরু করবে ভারতীয় দল। বর্তমানে আবার ঘরোয়া ক্রিকেটের বিজয় হাজারে ট্রফিও চলছে। রোহিত, বিরাটরা সেই টুর্নামেন্টে খেলছেন, শুভমন, রবীন্দ্র জাডেজাদেরও খেলার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে শ্রেয়সও এই টুর্নামেন্টে মাঠে নামতে পারেন। আর তাঁর কামব্যাক ম্য়াচ ভারতের নিউজ়িল্যান্ড সিরিজ় শুরু হওয়ার আগেই হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সেক্ষেত্রে তাঁকে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ়ে সুযোগ দেওয়া হবে কি না, সেটাই দেখার বিষয় হবে।  

 Sports Tak-র রিপোর্ট অনুযায়ী সেই সিরিজ়ে জায়গা পাচ্ছেন না ঋষভ পন্থ। বহু আগেই কেএল রাহুলের কাছে পন্থ ওয়ান ডেতে প্রথম পছন্দের কিপার-ব্যাটারের জায়গা হারিয়েছেন। তিনি দিনকয়েক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলের অঙ্গ ছিলেন বটে, তবে সেই সিরিজ়ে একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার তাঁকে দল থেকেই ছেঁটে ফেলা হতে পারে বলে দাবি করা হচ্ছে। তাঁর বদলে ঈশান কিষাণ দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে সুযোগ পেতে পারেন।