কলকাতা: 'সারেগামাপা ২০২৩'-এ সেরার খেতাব পেলেন পশ্চিমবঙ্গের ছেলে। এই বছরের অনুষ্ঠানে প্রতিযোগিতায় সেরা হলেন অ্যালবার্ট কাবো (Albert Kabo)। কয়েকম মাসের প্রতিযোগিতার পরে সেরার খেতাব পেয়েছেন এই সঙ্গীতশিল্পী। গতকালই সম্প্রচারিত হয়েছে এই অনুষ্ঠানের ফাইনাল এপিসোডটি।
অ্যালবার্ট কাবো লেপচা কালিম্পংয়ের সঙ্গীতশিল্পী। এবার এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে ছিলেন হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya), অনু মালিক (Anu Malik), ও নীতি মোহন (Neeti Mohan)। এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন আদিত্য নারায়ণ (Aditya Naryan)। গোটা সিজন জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে গিয়েছেন অ্যালবার্ট, গানে গানে মন জয় করেছেন দর্শকদের। প্রথম রানার আপ হলেন নিষ্ঠা শর্মা (Nistha Sharma), তৃতীয় হলেন রণিতা বন্দ্যোপাধ্যায় (Ronita Banerjee)।
'সারেগামাপা ২০২৩'-এ সেরার খেতাব পেয়ে অ্যালবার্ট কাবো বলছেন, 'এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। সত্যি বলতে কী প্রতিযোগিতাটা মোটেই সহজ ছিল না আর প্রত্যেক প্রতিযোগীই ভীষণ প্রতিভাবান। সবার মধ্যে থেকে যে বিচারকেরা আমায় বেছে নিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সমস্ত মেন্টর যাঁরা আমায় এই গোটা সফরটা জুড়ে সাহায্য করেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। এই গোটা সফরটাই আমার কাছে ভীষণ শিক্ষণীয়। তবে এই প্রতিযোগীতা কেবল আমায় একজন শিল্পী হিসেবে উন্নত করেনি বা পরিচিতি দেয়নি, আমার কাছে এনে দিয়েছে অগুনতি সুযোগ। আমি বিবেক করের সঙ্গে নিজের গান রেকর্ড করার সুযোগ পেয়েছি। এই শো শেষ হয়ে যাওয়া আমার কাছে একদিকে মনখারাপেরও। কত স্মৃতি তৈরি করেছি আমরা। পুরস্কার, সম্মান, শিক্ষার সঙ্গে সঙ্গে সেই সব সম্মানও নিয়ে ফিরে যাব। যে ভালবাসা আমি সবার থেকে পেয়েছি, দর্শকেরা যেভাবে আমায় সমর্থন করেছেন তা মনে রয়ে যাবে চিরকাল। এরপর থেকে আমার গানের একটা নতুন সফর শুরু হল। আমায় 'সারেগামাপা ২০২৩' যা দিয়েছে, তা মনে থেকে যাবে চিরকাল।'
২৭ বছর বয়সী এই অ্যালবার্ট কাবো লেপচার আদি বাড়ি কালিম্পং। বর্তমানে অবশ্য কাজের সূত্রে কলকাতায় থাকেন তিনি। সঙ্গে থাকেন তাঁর স্ত্রী। তবে 'সারেগামাপা ২০২৩'-আসার আগে থেকেই পরিচিত ছিলেন অ্যালবার্ট। মাসে ৫ থেকে ৭টা শো থাকত তাঁর।। 'কাবো অ্যান্ড কোম্পানি' নামে তাঁর নিজস্ব একটি ব্যান্ডও রয়েছে। জনপ্রিয়তা পেলেও, কখনও সঙ্গীতের প্রথাগত শিক্ষা নেননি তিনি।
আরও পড়ুন: Kanchan Sreemoyee: কটাক্ষকে থোড়াই কেয়ার... নাচে-গানে রাস-উৎসবে মাতোয়ারা কাঞ্চন-শ্রীময়ী