শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায় এবং সৌমিত্র রায়, পশ্চিম মেদিনীপুর: বুধবার অমিত শাহ সভাস্থলে থাকবে ড্রপ বক্স। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতরা সেখানে অভিযোগপত্র জমা দিতে পারবেন বলে, জানানো হয়েছে বিজেপির তরফে। নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। অমিত শাহর সভায় থাকবে ত্রিস্তরীয় মঞ্চ। ইতিমধ্যেই হয়েছে খুঁটিপুজো।


অনুমতি বিতর্কে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। আদালতের নির্দেশে ২৯ নভেম্বর ধর্মতলায় সভা করছে বিজেপি। বুধবার সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সেই মেগা সভার মঞ্চ তৈরির খুঁটি পুজো হল রবিবার। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ! বিজেপি সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে যাবে রেস কোর্স গ্রাউন্ডে। দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত মঞ্চে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।


রাজ্য বিজেপির বিধায়ক ও সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেছেন, বরাবরই তারা প্রতিহিংসার রাজনীতি করেছে এবং এখন বুঝতে পারছে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। যে বাংলার মানুষ বঞ্চিত আপনার সরকার ও আপনার দ্বারা বঞ্চিত, তাদের সভা আটকানোর জন্য এই আদালত থেকে ওই আদালত দৌড়ে বেড়াচ্ছেন। কীসের ভয়? বুধবারের সভায়, ত্রিস্তরীয় মঞ্চ তৈরি করা হচ্ছে। তার মধ্যে একটিতে অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে রাজ্য নেতৃত্ব এবং তৃতীয় মঞ্চ তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিতদের জন্য।


তৃণমূল কংগ্রেস বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওইখানে সভা করছে কারণ হোয়াট তৃণমূল কংগ্রেস থিংস টুডে অল আদার পার্টি থিংস টুমোরো। ওখানে সভা করলেই নাকি সংগঠন হবে। আরে একুশে জুলাই আমাদের ছেলেরা রক্ত দিয়েছে। আমরা মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মরে যেতেন। কটা লড়াই লড়েছে কত রক্ত দিয়েছে? আবাস যোজনায়-সহ বিভিন্ন প্রকল্পে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত আন্দোলন টেনে নিয়ে গিয়েছিল তৃণমূল।


কলকাতায় রাজভবনের সামনেও চলেছিল ধর্না-অবস্থান। এবার পাল্টা, রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, অমিত শাহর সভামঞ্চে রাখা হচ্ছে বাক্স। সভাস্থলে এরকম দশটি বাক্স রাখার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেছেন, ১০ টি অভিযোগ বাক্স যেখানে বঞ্চিতরা এসে আবাসের বাড়ি পাননি কিংবা covid এর ভ্যাকসিন পাননি আবার সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তৃণমূল জমানায় সেই সংক্রান্ত অভিযোগ জমা দেবেন। তবে শুধুই বিজেপির কর্মী সমর্থকরা নন, সিপিএম করার জন্য বঞ্চিতরা, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী করার জন্য বঞ্চিতরাও বিজেপি
আয়োজিত এই সভায় এসে অভিযোগ জানাতে পারবেন। 


আরও পড়ুন, তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই TMC নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা


এদিন SLST-র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের কাছে যান বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। বুধবারের সভায় আসার জন্য চাকরিপ্রার্থীদের আর্জি জানান তিনি। আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেছেন, আমরা যাব, তবে অমিত শাহর সঙ্গে দেখা করতে চাই। অভিযোগপত্র দেব। উনি যাতে আমাদের বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। আমাদের মঞ্চ অরাজনৈতিক, আমাদের কাছে রাজ্য সরকারও যা, কেন্দ্রীয় সরকারও তা। অমিত শাহর সভার প্রচারে, এদিন মেচেদায় শুভেন্দু অধিকারী এবং খড়গপুরে দিলীপ ঘোষ সভা করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।