কলকাতা: কাজের সূত্রে কলকাতা এসেছেন বহুবার, তবে কখনও দুর্গাপুজো দেখা হয়নি। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারের কারণে আপাতত কলকাতায় রয়েছেন তিনি। বাংলা বলতে পারেন না অথচ একাধিক বাংলা ছবিতে অভিনয় করে ফেলেছেন! কাজ করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও। কেমন ছিল 'গোলন্দাজ' ছবিতে দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? কলকাতায় বসে আমেরিকার অ্যালেক্স ও’‌নেল-এর অভিজ্ঞতা শুনল এবিপি লাইভ।


সদ্য মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'গোলন্দাজ'। ছবিতে ফ্রেডারিকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। পর্দায় তিনি দেব ওরফে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বিপক্ষ। তবে বাস্তবে 'দেব'-এ মুগ্ধ অ্যালেক্স ও’‌নেল। বলছেন, 'বাংলায় এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। 'গোলন্দাজ' কেবল একটা ছবি নয়, একটা সফর। দেব দুর্দান্ত মানুষ। আমি এর আগেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। দেবের সঙ্গে অভিনয় করা স্বপ্ন সত্যি হওয়া। ভীষণ ভালো স্ক্রিন পার্টনার। হতে পারে ও একজন তারকা, কিন্তু আমার সঙ্গে দেব কোনও তারকাসুলভ হাবভাব নিয়ে মেশেনি। যখনই আমার ক্লোজ শট তোলা হচ্ছে বা আমি অভিব্যক্তি দিচ্ছি, দেব সবসময় আমার পাশে থেকেছে। প্রত্যেকটা সময় আমায় ডায়লগ ধরিয়ে দিয়েছে, সাহায্য করেছে। বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল ওর সঙ্গে। এমনকি ও হাতে করেও সেটের জিনিসপত্র সরিয়ে দিত। গতকাল রাতে আমরা একসঙ্গে সিনেমার সাফল্য উদযাপন করেছি।'


ছবিতে 'বন্দে মাতরম' গানটি ব্যবহৃত করা হয়েছে। বিদেশি হলেও এই গান ছুঁয়ে গিয়েছে অ্যালেক্স ও’‌নেলকেও। অভিনেতা বলছেন, 'ছবিতে একটা দৃশ্য ছিল যেখানে আমি ও দেব মুখোমুখি দাঁড়িয়ে আছি, আর এই গানটা গাওয়া হচ্ছে। ওখানে আমার মুখের অভিব্যক্তিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই গানটার এতটাই মহিমা, একজন ইংরেজকেও চুপ করে গানটা শুনতে বাধ্য করেছিল। সত্যি বলছি, যতবার বন্দে মাতরম শুনেছি, আমারও গায়ে কাঁটা দিয়েছে।'


এই প্রথমবার কলকাতায় পুজো দেখছেন অ্যালেক্স ও’‌নেল। উচ্ছসিত হয়ে বলছেন, 'কলকাতার এত উচ্ছাস, মানুষের উষ্ণতা আমায় মুগ্ধ করেছে। আমার বেশিরভাগ কাজই পশ্চিমবঙ্গের বাইরে। ভাবিনি বাংলার মানুষের থেকে এত ভালোবাসা পাব। এখন কলকাতায় আছি। নতুন ছবি নিয়ে পরিচালক, প্রযোজকদের সঙ্গে কথা হচ্ছে। আশা করি আরও নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পারব।'