মুম্বই: বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Busan International Film Festival ) এশিয়া কনটেন্ট অ্যাওয়ার্ডে (Asian Contents Awards ) সেরা অভিনেতা বিভাগে মনোনীত হলেন বলিউড অভিনেতা আলি ফজল। নেটফ্লিক্সে 'রে' অ্যান্থোলজিতে 'ফরগেট মি নট' সেগমেন্টে ইস্পিত নায়ারের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হলেন তিনি।


মনোনীত হওয়ার পর উচ্ছ্বসিত অভিনেতা। তিনি বলেন, "এটা একেবারেই অপ্রত্যাশিত একটা বিষয়। মনোনীত হয়ে সত্যিই খুব ভাল লাগছে। এশিয়া কনটেন্ট অ্যাওয়ার্ডের কোনও বিভাগের জন্য মনোনীত হওয়াটা  আমার কাছে মূল্যবান একটা বিষয়। গত এক বছরে এশিয়ায় একাধিক ভাল ছবি তৈরি হয়েছে। সেই সব ছবির অভিনেতাদের মধ্যে থেকে মনোনয়ন পাওয়াটা সত্যিই বিরাট বড় প্রাপ্তি।''


আরও পড়ুন: SRK On Aryan AbRam Bond: ভিডিও গেমে মজে আরিয়ান-আব্রাম, গৌরি খানের ছবিতে আবেগঘন কমেন্ট কিং খানের


আরও পড়ুন: Bigg Boss 15 Contestant: কোয়ারান্টিনে থাকাকালীন প্যানিক অ্যাটাক, 'বিগ বস ১৫' থেকে সরলেন আফসানা খান


সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে সত্যজিৎ রায়ের বিপিন চৌধুরীর স্মৃতি ভ্রমের গল্প অবলম্বনে। তবে ছবিতে এই গল্পের আধুনিক ব্যাখ্যাও রয়েছে। এই ছবিতে কর্পোরেট শার্কের চরিত্রে অভিনয় করেছেন আলি। যিনি কখনওই কিছু ভুলে যান না এবং কম্পিউটারের মতো স্মৃতি থাকে।


তৃতীয় এশিয়া কনটেন্ট অ্যাওয়ার্ড পরিচালনা করে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কনটেন্ট এন্ড ফিল্ম মার্কেট (Asian Contents and Film Market)। এশিয়া কনটেন্ট অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য এশিয়ার টিভি, ওটিটি সহ অনলাইন মিডিয়ায় মুক্তি পাওয়া ছবিগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরা। চলতি বছর এশিয়া কনটেন্ট অ্যাওয়ার্ডে কোরিয়ার ড্রামা এবং নেটফ্লিক্স অরিজিনালসের ছবি বেশি সংখ্যায় নির্বাচিত হয়েছে।


আরও পড়ুন: Anusha Dandekar Update: কর্ণ কুন্দ্রার সঙ্গে কেন ব্রেক-আপ হয়েছিল? এতদিনে মনের কথা খুলে বললেন অনুশা ডান্ডেকর