মুম্বই : দীর্ঘদিনের প্রেমিক কর্ণ কুন্দ্রার (Karan Kundra) সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনুশা ডান্ডেকরের (Anusha Dandekar)। আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসে তিনি নতুন করে জীবন কাটাচ্ছেন। কিন্তু অনুরাগীরা কিছুতেই যেন তাঁদের এই সম্পর্কে বিচ্ছেদটাকে মেনে নিতে পারছেন না। তাই অনুশা ডান্ডেকরকে লাইভ অনুষ্ঠানে পেয়ে ব্রেক-আপের আসল কারণটা জিজ্ঞাসাই করে বসলেন।  সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনে এসেছিলেন তিনি। যেখানে অনুরাগীদের লাইভ প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। সেখানেই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে।


আরও পড়ুন - Kartik Aaryan Update: 'ধামাকা' ছবির জন্য ধামাকাদার প্রোমো নিয়ে হাজির কার্তিক আরিয়ান


ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে লাইভ চ্যাট সেশনে এক অনুরাগী অনুশা ডান্ডেকরকে প্রশ্ন করেন যে, 'কর্ণ কুন্দ্রার সঙ্গে ব্রেক আপের আসল কারণটা যদি খুলে বলেন, তাহলে ভালো লাগবে।' অনুরাগীর এমন প্রশ্নে অনুশা বলেন, 'আমাদের সম্পর্কে আরও একটু বিশ্বাস আরও একটু সততা আরও একটু খুশি এবং ভালোবাসা প্রয়োজন ছিল। আর এটা শুরু হয় নিজেকে ভালোবাসলে। তাই আমি আমাকেই বেছে নিয়েছি। এটাই ঘটনা।'


প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন বছর একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন কর্ণ কুন্দ্রা এবং অনুশা ডান্ডেকর। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তাঁরা একসঙ্গে এমটিভি-র জনপ্রিয় রিয়েলিটি শো 'লভ স্কুল' সঞ্চালনা করতেন। তাঁদের এই জুটি অনুরাগীদেরও খুবই পছন্দের ছিল। গত বছর নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, সেখানে তিনি লিখেছিলেন যে, যখন তিনি কর্ণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন তিনি নিজেকে যেন হারিয়ে ফেলেছিলেন। হারিয়ে ফেলেছিলেন আত্মসম্মানও। হয়তো তিনি সেখানেই সম্পর্কের ভাঙনের ইঙ্গিত দিয়েছিলেন।


আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2 Motion Poster: হরর-কমেডির মিশেলে মুক্তি পেলো কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু' ছবির মোশন পোস্টার


সম্পর্কের ভাঙন নিয়ে কর্ণ কুন্দ্রাকে প্রশ্ন করা হলে একটি সাক্ষাতকারে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। যদিও কী কারণে সম্পর্ক ভেঙেছে, সে প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।