মুম্বই: লন্ডনে আলিয়া ভট্ট (Alia Bhatt)। জীবনের প্রথম হলিউড (Hollywood) ছবির শ্যুটিং সারছেন তিনি। আর সেখানেই মা সোনি রাজদান (Soni Rajdaan) আর বোন শাহীন ভট্টের সঙ্গে লন্ডনে ফ্রেমবন্দি হলেন কপূর পরিবারের নববধূ। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। 


হলিউড ছবি ‘দ্য হার্ট অফ স্টোন’-এ ইরানি অভিনেত্রী গ্যাল গ্যাডতের সঙ্গে শ্যুটিং করছেন রণবীর-ঘরণী। আলিয়াকে সঙ্গ দিতে লন্ডনে পাড়ি দিয়েছেন আলিয়ার মা সোনি রাজদান এবং বোন শাহীন ভট্ট। রবিবারের দুপুরে দুই মেয়েকে নিয়ে লন্ডনের এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন মা সোনি। সেখান থেকেই হাসিমুখে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ছবি। 


ছবিটি নেটমাধ্যমে ভাগ করে নিয়ে সোনি লিখেছেন, ‘হ্যালো দেয়ার!’ ছবির সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন তিনটা লাল হার্ট ইমোজি। পাল্টা ছবির কমেন্ট সেকশনে মহেশ-কন্যা লিখেছেন, ‘হ্যালো মাম্মি!’ আলিয়ার সঙ্গে কিছু দিন কাটিয়ে দেশে ফিরে আসবেন মা-বোন। কাজের ফাঁকে হঠাৎ প্রিয়জনদের কাছে পাওয়া আলিয়ার কাছেও যে কতটা দামি, তা বলছে তাঁর মুখের ঝলমলে হাসি। কালো টপে তাঁর উজ্জ্বল উপস্থিতির পাশে চোখ টেনেছে শাহীনের ডেনিম জ্যাকেট আর সোনির লেপার্ড ছাপ টপও।


আরও পড়ুন: Manasi Sinha: প্রথমবার ছবি পরিচালনায় অভিনেত্রী মানসী সিনহা, আসছে 'এটা আমাদের গল্প'


সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-র টিজার। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, ২০১৭ সাল থেকে শ্যুটিং চলছে 'ব্রহ্মাস্ত্র' ছবির। ইতিমধ্যেই এই ছবির নানা মোশন পোস্টার এবং 'কেশরিয়া' গানের কিছু ঝলক প্রকাশ্যে এসেছে। আজ নেট দুনিয়ায় মুক্তি পেল 'ব্রহ্মাস্ত্র' ছবির টিজার। যাতে রণবীর কপূর এবং আলিয়া ভট্টের পাশাপাশি অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের লুক প্রকাশ্যে এসেছে। 'ব্রহ্মাস্ত্র' ছবির সমস্ত তারকাই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টিজার শেয়ার করেছেন। টিজার প্রকাশের দিনই জানা গেল 'ব্রহ্মাস্ত্র' ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী ১৫ জুন। তার সঙ্গে জানা গিয়েছে, ঠিক ১০০ দিন পর মুক্তি পাবে এই ছবি।


আজকের ছবিতে পরিবারের সবার দেখা মিললেও উপস্থিত ছিলেন না রণবীর। বাপের বাড়ির সবার সঙ্গেই বিদেশে সময় কাটাচ্ছেন আলিয়া। আর সঙ্গে চলছে কাজও।