মুম্বই: বলিউডে কাস্টিং কাউচ নিয়ে এবার মুখ খুললেন আলিয়া ভট্ট। তিনি বলেছেন, ‘আমি জানি, অনেক ছেলে-মেয়েকে কাজ পাওয়ার জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য প্রত্যেককেই নিজেদের মতো করে লড়াই চালাতে হয়। এই লড়াইয়ের সময় কিছু লোক তাদের কাজ দেওয়ার নাম করে সুযোগ নিতে পারে।’


এর আগে রাধিকা আপ্তে, রিচা চাড্ডা, কাল্কি কোয়েচলিন, স্বরা ভাস্কররা বলিউডে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছিলেন। এবার আলিয়াও এ বিষয়ে মন্তব্য করলেন। বলিউডে নবাগতদের প্রতি তাঁর পরামর্শ, ‘প্রত্যেকেরই নিজের উপর ভরসা রাখা উচিত। তবে যদি কখনও খারাপ পরিস্থিতিতে পড়তে হয়, তাহলে অবিলম্বে বাবা-মাকে গোটা ঘটনার কথা জানানো উচিত এবং এরপর পুলিশের কাছে যাওয়া উচিত।’