মুম্বই: এক সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবি করছেন তাঁরা। আর এই প্রথম ছবিতেই নাকি রীতিমত ঘনিষ্ঠ হয়ে পড়েছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। এতদিন কানাঘুষো শোনা যাচ্ছিল এ নিয়ে, আর এবার তাঁদের একসঙ্গে গভীর রাত পর্যন্ত পার্টি করতে দেখা গেল।
পার্টি ছিল পরিচালক জোয়া আখতারের বাড়িতে। সেখানেই অনেক রাত পর্যন্ত ছিলেন আলিয়া-রণবীর। বার হলেনও দুজনে এক গাড়িতে।
দেখুন তাঁদের ভিডিও
[embed]https://www.instagram.com/p/BiAUt47AD9g/?utm_source=ig_embed[/embed]
[embed]https://www.instagram.com/p/BiAiEz8naXj/?utm_source=ig_embed[/embed]
পার্টিতে ছিলেন শাহরুখ খান, কর্ণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, ফারহান আখতার প্রমুখ। তবে অন্যদের থেকে আগেই বেরিয়ে গেলেন রণবীর ও আলিয়া।
অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র-র শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। এ জন্য পরিচালকের সঙ্গে ইজরায়েল ঘুরে এসেছেন রণবীর ও আলিয়া। সেখানে ইংরেজি নতুন বছর উদযাপন করেছেন তাঁরা।
[embed]https://www.instagram.com/p/Bdc3Yh7nmUs/?utm_source=ig_embed[/embed]
রণবীরের সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে ক্যাটরিনা কাইফের, আলিয়ার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এখন আলিয়া-রণবীরকে আকছার দেখা যাচ্ছে এক সঙ্গে। তাৎপর্যপূর্ণ হল, ব্রহ্মাস্ত্রের শ্যুটিং চলাকালীনই ১৫ মার্চ আলিয়ার জন্মদিন ছিল। তাতে নিমন্ত্রিত ছিলেন রণবীরের মা নীতু কপূর।
[embed]https://www.instagram.com/p/BgYLa2Bl97j/?utm_source=ig_embed[/embed]
ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে ১৫ অগাস্ট, ২০১৯-এ।
দেখুন! রাত পর্যন্ত জোয়া আখতারের বাড়ি পার্টি করে বার হচ্ছেন আলিয়া-রণবীর
ABP Ananda, Web Desk
Updated at:
26 Apr 2018 09:22 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -