সিউড়ি: বীরভূমের সাগর ঘোষ হত্যা মামলায় সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে দোষী সাব্যস্ত করল সিউড়ি জেলা আদালত। এদের বিরুদ্ধে ৪৪৮, ৩০৩/৩৪ এবং ২৭ নম্বর ধারায় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল হবে সাজা ঘোষণা।
বীরভূমের পাড়ুইয়ে ২০১৩ সালের ২১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হন বাঁধ নবগ্রামের বাসিন্দা সাগর ঘোষ। তৎকালীন বিক্ষুব্ধ তৃণমূল নেতা ও পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো হৃদয় ঘোষের বাড়িতে হামলা হয়৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হৃদয়ের বাবা সাগর ঘোষের৷হাইকোর্টের নির্দেশে সিট বা বিশেষ তদন্তকারী দল তদন্তের দায়িত্ব নেয়। সিটের তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। কিন্তু ২০১৫-র ৭ অগাস্ট সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে সিবিআই তদন্তের দাবিতে মামলা প্রত্যাহার করে নেন হৃদয় ঘোষ।
সেই হত্যা মামলার ২ অভিযুক্ত সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে দোষী সাব্যস্ত করল আদালত। তবে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে বাকি ৬ অভিযুক্ত শেখ আসগর, জলধর দাস, শেখ মুস্তাফা, জগন্নাথ দাস, প্রিয় মুখোপাধ্যায় ও শেখ ইউনুসকে বিচারক পার্থসারথি সেন বেকসুর খালাস করেছেন।
বীরভূমের সাগর ঘোষ হত্যা মামলার রায়, সুব্রত রায় ও ভগীরথ ঘোষ দোষী সাব্যস্ত, আগামীকাল সাজা ঘোষণা
ABP Ananda, Web Desk
Updated at:
26 Apr 2018 07:42 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -