মুম্বই: সম্প্রতি জানা গেছে বলিউডের অন্যতম লাভবার্ডস এবং হট জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভট্টের মধ্যে মারাত্মক ঝামেলা হয়েছে। সূত্রের দাবি, এই ঝগড়ার কারণ সিদ্ধার্থের সঙ্গে জ্যাকলিনের বেড়ে চলা ঘনিষ্ঠতা।
আলিয়া-সিদ্ধার্থ দুজনেরই বলিউডে পা রাখা 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে। তারপর থেকেই বলিউডে কান পাতলেই শোনা যায় সিদ্ধার্থ-আলিয়া প্রেম করছেন। এমনকি তাঁরা এই সম্পর্কের বিষয়ে যথেষ্ট সিরিয়াস সেকথাও জানা গিয়েছে বিভিন্ন সূত্র থেকে। যদিও রুপোলি পর্দার এই জুটি কখনওই সেকথা প্রকাশ্যে স্বীকার করেননি।
তবে ইদানিংকালে দুই প্রেমিকের নিজস্ব দুনিয়ায় হয়তো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। আর সেই জন্যে দুজনের সম্প্রতি মারাত্মক মন কষাকষি হয়ে গেছে। আর তার কারণ সম্ভবত অভিনেতার 'রিলোড'-এর সহ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।
প্রসঙ্গত, ছবির শ্যুটিং শেষ হয়ে গেলেও জ্যাকলিন-সিদ্ধার্থের বন্ধুত্ব একইরকম ঘনিষ্ঠ এবং অটুট রয়েছে। এমনকি অনস্ক্রিনের এই হিট জুটি মাঝে মধ্যেই বাইরে একান্তে দেখাও করছেন। শুধু তাই নয়, সম্প্রতি আলিয়ার সঙ্গে ছুটিতে যাওয়ার কথা ছিল সিদ্ধার্থের। সেটাও তাঁরা বাতিল করে দিয়েছেন বলে জানা গিয়েছে।
এমনকি এই সিজনের কফি উইথ কর্ণের শোয়ে পরিচালক-প্রযোজকও সিদ্ধার্থকে তাঁর চ্যাট শোয়ে জ্যাকলিনের সঙ্গে ঘনিষ্ঠতা প্রসঙ্গে প্রশ্ন করেন। স্বাভাবিক ভাবেই এই প্রশ্নের উত্তরে তাঁরা দুজন খুব চেনা উত্তর দেন। তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতার জেরেই কি আলিয়ার সঙ্গে ঝগড়া অভিনেতার?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2017 11:10 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -