ওয়াশিংটন: জলবায়ূ পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক  প্যারিস চুক্তি থেকে সরে এল আমেরিকা। ভারত ও চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে চুক্তি থেকে সরে আসার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এই চুক্তি নিয়ে সহমত হয়েছিল ১৯০ টিরও বেশি দেশ। অনেক আগে থেকেই এই চুক্তি না মানার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। অবশেষে চুক্তি থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি।


এক্ষেত্রে তাঁর যুক্তি, প্যারিস চুক্তি থেকে বেশি লাভবান হচ্ছে চিন ও ভারতের মতো দেশগুলি। এই চুক্তি আমেরিকার স্বার্থের পক্ষে প্রতিকূল। কারণ, এর ফলে আমেরিকার ব্যবসা ও চাকরি মার খেয়েছে।

ট্রাম্প বলেছেন, এই চুক্তি অনুসারে, ভারত তার দায়বদ্ধতা পূরণের জন্য কয়েকশ কোটি ডলার পাবে। পাশাপাশি, ভারতের সঙ্গে চিন আগামী বছরগুলিতে তাপবিদ্যুত্ প্রকল্পের সংখ্যা দ্বিগুণ করার সুযোগ পাবে। এরফলে ভারত ও চিন আমেরিকার তুলনায় অনেক বেশি আর্থিক সুবিধা পেয়ে যাবে।

চুক্তি থেকে সরে আসার ঘোষণা করে ট্রাম্প বলেছেন, আমেরিকার স্বার্থরক্ষাই তাঁর কাজ। আমেরিকার ব্যবসা ও কর্মীদের স্বার্থ সুরক্ষিত করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প প্যারিস চুক্তির জন্য নতুন করে আলোচনার কথাও বলেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট জোরের সঙ্গে বলেছেন, চুক্তিতে যাতে আমেরিকার প্রতি ন্যায়বিচার হয়, তা নিশ্চিত করতে চান তিনি।