কলকাতা: ১৫ মার্চ, ৩১ পূর্ণ করলেন 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী আলিয়া ভট্ট। বৃহস্পতিবার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ডিনার সারলেন অভিনেত্রী। শুক্রবার পাপারাৎজিদের সঙ্গেও কেক কাটতে দেখা গেল নায়িকাকে। কেক কেটে চিত্রগ্রাহকদের খাইয়েও দিলেন তিনি। অন্যদিকে, আগামী ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'মির্জা' ('Mirza')। চলছে জোর কদমে প্রস্তুতি। তার আগে মুক্তি পেল ছবির প্রথম রোম্যান্টিক গান 'গালিব' ('Ghalib' Song Out)। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) অভিনীত এই গান এল প্রকাশ্যে। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি


পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে ডিনার, পাপারাৎজিদের সঙ্গে কেক কাটা, ৩১ পূর্ণ আলিয়া ভট্টের


১৫ মার্চ, ৩১ পূর্ণ করলেন 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী আলিয়া ভট্ট। বৃহস্পতিবার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ডিনার সারলেন অভিনেত্রী। শুক্রবার পাপারাৎজিদের সঙ্গেও কেক কাটতে দেখা গেল নায়িকাকে। কেক কেটে চিত্রগ্রাহকদের খাইয়েও দিলেন তিনি। রাতে ডিনার সেরে বের হতেই আলিয়া হলেন ক্যামেরাবন্দি। নীল ট্রাউজার ও ঝলমলে কর্সেট পরে দেখা গেল তাঁকে। মুম্বইয়ের তাজ মহল প্যালেসে যান তাঁরা। সঙ্গে ছিলেন স্বামী ও অভিনেতা রণবীর কপূর, মা সোনি রাজদান, বোন শাহিন ভট্ট। ডিনার পার্টিতে ছিলেন শাশুড়ি ও অভিনেত্রী নীতু কপূর। বন্ধু আকাশ আম্বানি, আনন্দ পিরামল ও ইশা আম্বানিও ছিলেন। কাজের ক্ষেত্রে আলিয়া ভট্টকে শেষ দেখা গিয়েছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন রণবীর সিংহ। হলিউডেও ডেবিউ করেছেন 'হাইওয়ে' অভিনেত্রী। গ্যাল গোডোর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে 'হার্ট অফ স্টোন' ছবিতে। এছাড়া মুক্তির অপেক্ষায় 'জিগরা'। এই ছবিতে তাঁকে বেদাঙ্গ রায়নার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ছবির সহ প্রযোজক তিনিই। এই সেপ্টেম্বর মাসেই মুক্তি পাবে 'জিগরা'। এই ছবির জন্য কর্ণ জোহরের 'ধর্ম প্রোডাকশন'-এর সঙ্গে হাত মিলিয়েছে তাঁর সংস্থা।


 






অ্যাকশন হিরো নয়, 'গালিব'-এ দেখা মিলবে প্রেমিক 'মির্জা'র, প্রকাশ্যে নতুন গান


আগামী ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'মির্জা' ('Mirza')। চলছে জোর কদমে প্রস্তুতি। তার আগে মুক্তি পেল ছবির প্রথম রোম্যান্টিক গান 'গালিব' ('Ghalib' Song Out)। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) অভিনীত এই গান এল প্রকাশ্যে। চলতি বছরের ইদে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত সিনেমা 'মির্জা'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল টিজার। যা বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শক মহলে। 'অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স'-এর ব্যানারে তৈরি প্রথম ছবি এটি। যা ঘোষণার পর থেকে দর্শকের মধ্যে একটা আলাদা উন্মাদনা শুরু হয়। ছবিতে অভিনেতা অঙ্কুশ হাজরাকে দেখা যাবে মির্জার চরিত্রে। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখা যাবে মুসকান চরিত্রে। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন সুমিত-শাহিল। সদ্য মুক্তিপ্রাপ্ত গান 'গালিব'-এর ছত্রে ছত্রে মির্জা ও মুসকানের প্রেম কাহিনি ফুটে উঠবে। মুসকানের প্রেমে পড়তে দেখা যাবে মির্জাকে, আর সেই প্রেমে ধীরে ধীরে সায় দিতে দেখা যাবে মুসকানকে। রিয়েল লাইফ জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলার অনস্ক্রিন রসায়ন মন ভরাবে ছবিতে, তা বলাই বাহুল্য। 


 






আরও পড়ুন: Murder Mubarak Review: দুর্দান্ত অভিনয়, টানটান থ্রিলারের বুনোট দর্শককে চোখ সরাতে দেবে না 'মার্ডার মুবারক' থেকে