মুম্বই: টিনসেল টাউনে তাঁর সৌন্দর্যের সঙ্গে বুদ্ধির মিশেলের জন্য পরিচিত আলিয়া ভট্ট। ইতিমধ্যেই বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এখন তাঁর স্টারডমের কথা কারুর অজানা নয়। পেশাদার জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আলিয়া এমন একটা কাজ করেছেন, যা প্রশংসা আদায় করে নেবে। আসলে আলিয়া তাঁর গাড়ির চালক সুনীল ও সহকারী আনমোলকে মুম্বইয়ে বাড়ি কেনার জন্য ৫০ লক্ষ করে টাকা দিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আলিয়ার এই কর্তব্যবোধ তাঁর অনুরাগীদের মন জিতে নিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ নিজের ২৬ তম জন্মদিনে গাড়ির চালক ও সহকারীকে বাড়ি কেনার জন্য এই অর্থ দিয়েছেন আলিয়া।
সুনীল ও আনমোল জুহু গলি ও খারে আগেই ১ বিএইচকে ফ্ল্যাট বুক করে দিয়েছেন। এই দুজন ২০১২-তে আলিয়ার অভিষেক সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সময় থেকে তাঁর সঙ্গে কাজ করছেন।
আলিয়া বলছেন, এই দুজন তাঁর এখনও পর্যন্ত যাত্রাপথের অভিন্ন অংশ। আলিয়া আরও বলেছেন, সুনীল ও আনমোল তাঁর ভরসার পাত্র।
আলিয়া বর্তমানে তাঁর আগামী সিনেমা ‘কলঙ্ক’ ও ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি ‘কলঙ্ক’ সিনেমার প্রথম গান মুক্তি পেয়েছে।