মুম্বই: আজ ১৯ অক্টোবর। ন' বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student Of The Year)। এই ছবি দিয়ে একসঙ্গে বলিউডে ডেবিউ হয়েছিল তিনজন অভিনেতার। তাঁরা আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মলহোত্র এবং বরুণ ধবন। কর্ণ জোহরের হাত ধরে বলিউডে এন্ট্রি হয়েছিল তিনজনের। বর্তমানে তিন অভিনেতাই বলিউডে দাপিয়ে অভিনয় করে চলেছেন। 


ন' বছর আগে মুক্তি পাওয়া 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মলহোত্র এবং বরুণ ধবন। ডেবিউ ছবির ন' বছর পূর্তিতে তাঁরা নিজেরাও সেলিব্রেট করছেন নিজের নিজের মতো করে। সেলিব্রেশনের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ারও করেছেন। 



আরও পড়ুন - Yohani Bollywood Debut: 'মানিকে মাগে হিথে'-র হিন্দি ভার্সন নিয়ে বলিউডে ডেবিউ করছেন ইওহানি


কর্ণ জোহরের আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি নিয়েই এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। ডেবিউ ছবির ন' বছর পূর্তিতে তিনি কর্ণ জোহরের সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করে অনুরাগীদের জানিয়েছেন যে, তিনি তাঁর সহ অভিনেতাদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখেন। ছবি পোস্ট করে ক্যাপশনে আলিয়া লেখেন, 'আজকের দিনটা বিশেষ। খুবই স্পেশাল। ৯ বছর পরও আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছি। আর তাঁদের সঙ্গে খুশির এই মুহূর্ত ভার্চুয়ালি ভাগ করে নিচ্ছি।' আলিয়া ভট্টেক পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি বরুণ ধবনকে ভিডিও কলিং করেছেন এবং কর্ণ জোহর সিদ্ধার্থ মলহোত্রকে ভিডিও কলিং করেছেন।


আরও পড়ুন - Dhamaka Trailer: মুক্তি পেয়েই বিস্ফোরক কার্তিক আরিয়ানের 'ধামাকা' ছবির ট্রেলার


শুধু আলিয়া ভট্টই নন, 'অক্টোবর' ছবির তারকা বরুণ ধবনও ডেবিউ ছবির ন' বছর পূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন। 



প্রসঙ্গত, এই মুহূর্তে আলিয়া ভট্টের হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ। 'ব্রহ্মাস্ত্র', 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'ডার্লিংস' ছবিগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে তিনি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর সিংহ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র. শাবানা আজমি এবং জয়া বচ্চনকে।