নয়াদিল্লি: আজ, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে 'জাতীয় পুরস্কার' (National Awards) অনুষ্ঠান। সেরা অভিনেত্রী হিসেবে এবছর জাতীয় পুরস্কার পাবেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। এই মর্যাদাপূর্ণ পুরস্কার তিনি পাবেন, অভিনেত্রী কৃতী শ্যাননের (Kriti Sanon) সঙ্গে। ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের (69th National Film Awards 2023) আগে আজ স্বামী রণবীর কপূরের সঙ্গে বিমানবন্দরে দেখা গেল আলিয়াকে। 


দিল্লির উদ্দেশে রওনা রণবীর-আলিয়ার


'জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান'-এর আগে রাজধানীর উদ্দেশে রওনা দিলেন 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী, অভিনেতা রণবীর কপূর। মুম্বইয়ের কালনা বিমানবন্দরে তাঁদের পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতে দেখা যায়। এই বছর সঞ্জয় লীলা ভংশালী পরিচালিত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া। সাদা চুড়িদার পরে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওয় অনেকেই লিখলেন, 'গঙ্গুওয়ালা সফেদ'। এবার তাঁর সঙ্গে সেরা অভিনেত্রীর সম্মান ভাগ করে নেবেন কৃতী শ্যানন তাঁর 'মিমি' ছবির জন্য।


 






দিল্লি গেলেন অল্লু অর্জুন


আলিয়া ভট্টের আগেই ক্যামেরাবন্দি হন 'পুষ্পা' অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অল্লু স্নেহা রেড্ডি। হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় তাঁদের। সস্ত্রীক অভিনেতা যোগ দেবেন জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। 'পুষ্পা' ছবির জন্য এই বছর সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন তিনি। 


গত ২৪ অগাস্ট, বিকেল থেকে সরাসরি সম্প্রচারিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসব (National Film Awards 2023 Live) অনুষ্ঠান। পিআইবি ইন্ডিয়ার ফেসবুক পেজ (PIB India’s Facebook Page) ও পিআইবি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল (YouTube channel) থেকে সরাসরি দেখা যায় এই অনুষ্ঠান। এই বছর ফিচার ফিল্ম বিভাগে সেরা বাংলা ছবির শিরোপা পায় 'কালকক্ষ - হাউজ অফ টাইম'। এই ছবির পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবি হয় 'সর্দার উধম'। পরিচালক সুজিত সরকার। এছাড়া একাধিক পুরস্কার ওঠে 'RRR'-এর হাতে। পঙ্কজ ত্রিপাঠী, পল্লবী যোশী পুরস্কার পান। বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ও পুরস্কৃত হয়েছেন।


আরও পড়ুন: Arijit Singh: 'কাকে ডিস্টার্ব করছ?' রাস্তার মাঝে কেন হঠাৎ রেগে গেলেন অরিজিৎ সিংহ?


গতবার এই অনুষ্ঠানে সম্মানিত হয়েছিল বাংলা ছবি। সাদা কালো গল্পের প্রেক্ষাপটে অপুর নস্ট্যালজিয়াকে বেঁধেছিলেন শুভ্রজিৎ মৈত্র। ছবির নাম, অভিযাত্রিক (Avijatrik) জাতীয় মঞ্চে সম্মানিত হয়ে কেমন লাগছে পরিচালকের? সেই সময়ে, এবিপি লাইভকে শুভ্রজিৎ বলেছিলেন, 'আমি সপ্তম স্বর্গে রয়েছি। দেশের সর্বোচ্চ সম্মান পাওয়া আমার আর আমার গোটা টিমের সদস্যদের কাছে যতটা গর্বের, ততটাই গর্বের সমস্ত বাঙালির জন্যই। এই সম্মানটা আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। উনি জানতেন আমি ছবিটা তৈরি করছি। কিন্তু শেষ পর্যন্ত 'অভিযাত্রিক'-কে পর্দায় দেখে যেতে পারেননি বাবা। ছবি তৈরির সময়েই উনি মারা যান।' অভিযাত্রিকের জন্য সেরা সিনেম্যাটোগ্রাফারের সম্মান পেয়েছিলেন বাংলার সুপ্রতিম ভোল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial