কলকাতা: আরজি করের মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। গতকাল নগরবাসীর ডাকে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার আমজনতা। আজও 'রাত-দখল'-এর ডাক দিয়েছেন অনেকে। আর এই ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় রাজ্যের বাইরে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এবার সেই ঘটনা নিয়েই সরব হয়েছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan), আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অন্যান্যরা। গতকালই সোশ্যাল মিডিয়ায় এই খবর নিয়ে সরব হয়েছিলেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana), পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রিচা চড্ডা (Richa Chaddha)।


আজ সোশ্যাল মিডিয়ায় করিনা কপূর লিখেছেন, '১২ বছর পরে, সেই একই ঘটনা। সেই একই প্রতিবাদ। আর আমরা এখনও বদলের অপেক্ষা করছি!'






অভিনেত্রী আলিয়া ভট্ট সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আরও একটা নৃশংস ধর্ষণের ঘটনা। আরও একটা দিন এটা উপলদ্ধি করার যে নারীরা সুরক্ষিত নয়। কোনো জায়গাতেই নয়। আরও একবার এটা মনে করিয়ে দেওয়ার দিন যে নির্ভয়াকাণ্ডের পরেও কিছুই বদলায়নি। কিছুই বদলায় না। ভারতে চিকিৎসকদের মধ্যে ৩০ শতাংশ ও নার্সিং স্টাফেদের মধ্যে ৮০ শতাংশ নারী। আর সেই পরিস্থিতি থেকেই আজ চিকিৎসদের সুরক্ষার এ কি দশা! ২০২২ থেকে বর্তমানে ৪ শতাংশ অত্যাচার বেড়ে গিয়েছে মেয়েদের ওপর। এর মধ্যে ২০ শতাংশই শারীরিক নিগ্রহ বা ধর্ষণ। ২০২২ সালে গোটা ভারতে ৯০টা ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। আপনাদের কী মনে হয়, মেয়েদের ঠিক কেমন অনুভূত হওয়া উচিত? আমরা ঠিক কোন মানসিকতা নিয়ে রোজ কাজে যাব সারাদিন মনের মধ্যে তো এই একটাই ব্যাপার চলছে। কলকাতার ভয়াবহ এই ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, নারীরা কোনও জায়গাতেই সুরক্ষিত নয়।'


 






 


সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা পোস্ট করে নিয়েছেন একটি কবিতা।সেখানে তিনি তুলে ধরেছেন ধর্ষিতার কষ্টের কথা, সমাজের লজ্জার কথা। এই কবিতায় আয়ুষ্মান যেন তুলে ধরেছেন এক মেয়ের কথা যে ভাবছে, আমিও যদি একটা ছেলে হতাম।'


 






 


 


আরও পড়ুন: RG Kar News: স্বাধীনতা দিবসের রাতে আরজি করের সামনে প্রতিবাদের আহ্বান জানিয়ে পোস্ট শোভন-বীরসার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।