নয়াদিল্লি: এবারের 'মেট গালা'র (Met Gala 2024) রেড কার্পেটে নজর কেড়েছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইন করা শাড়িতে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী নজর কেড়েছেন গোটা বিশ্বের। এবারের 'মেট গালা'য় সবচেয়ে বেশি চর্চিত তারকাদের মধ্যে অন্যতম তিনি। আলিয়া তাঁর সৌন্দর্য্যে প্রায়ই মন্ত্রমুগ্ধ করেন সকলকে। তবে এই লুক দেখেই অনেকে তাঁকে 'কপিক্যাট' তকমাও দিল। কারণ তিনি যে শাড়ি পরেছিলেন তা অনন্য নয়! দাবি অনেকের। এমন পোশাকে এর আগেই নাকি দেখা গিয়েছে ক্যাটরিনা ও দীপিকাকে। কবে? কাকে বেশি মানাল?
অনন্য নয়, আলিয়ার আগেই এই পোশাক পরেছেন ক্যাটরিনা-দীপিকা!
এবারের 'মেট গালা'র রেড কার্পেটে সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরেছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁর পোশাক পায় ভূয়সী প্রশংসা। তবে সেই আবহেই শুরু হয়েছে আলোচনা। অনেকেরই মতে আলিয়ার এই পোশাকের সঙ্গে প্রচণ্ড মিল রয়েছে অন্যান্য তারকাদের পরা আগের পোশাকের।
আলিয়ার ফ্লোরাল ডিজাইনের শাড়িতে ছিল প্রচুর ফ্রিল, রাফল অর্থাৎ কুঁচি করে সেলাই করা কাপড়ের কাজ। তাঁর ব্লাউজের হাতে ছিল রাফেল এবং সুন্দর একটা বো। যদিও নেটিজেনদের নজর এড়ায়নি আলিয়ার এই শাড়ির সঙ্গে ২০১৭ সালে 'মারাঠি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'-এ দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পরা পোশাকের। উল্লেখযোগ্য, দুই শাড়িই তৈরি করেছেন সব্যসাচী নিজেই।
তবে এখানেই শেষ নয়। অনেকেই আলিয়ার শাড়ির সঙ্গে তুলনা টানলেন ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের রিসেপশনের পোশাকের। দুই পোশাকেই ছিল ফ্লোরাল ডিজাইন, অর্থাৎ ফুলের নকশা। যার ফলে অনেক অনুরাগীর মধ্যেই শুরু হয়েছে আলোচনা।
যদিও তুলনা বা মিল সরিয়ে রেখেও বলা যায় 'মেট গালা'র লাল গালিচায় আলিয়া ভট্টের শাড়ি 'নিরন্তর সৌন্দর্য্য'-এর প্রতীক হয়ে উঠেছে। এদিন তাঁর পোশাকের সঙ্গে গয়না হিসেবে নায়িকা বেছে নেন, শীশপত্তি, টিকলি, কানের দুল। সেগুলিরও ডিজাইন করেছেন সব্যসাচী। রাজকীয় দেখাচ্ছিল তাঁকে।
আরও পড়ুন: 'Jolly LLB 3': বিচারব্যবস্থাকে 'অসম্মান' করার অভিযোগ, শ্যুটিং চলাকালীনই আইনি জটে 'জলি এলএলবি ৩'
রেড কার্পেটে পা রাখার আগে অভিনেত্রী কথা বলেন অ্যাশলি গ্রাহামের সঙ্গে এবং এই অনুষ্ঠানে দ্বিতীয়বার আসতে পেরে তাঁর অভিজ্ঞতা জানান। তিনি বলেন, 'দুর্দান্ত লাগছে এবং অত্যন্ত উত্তেজিতও আমি। মেট গালায় এটা আমার দ্বিতীয়বার কিন্তু এই প্রথম আমি শাড়ি পরেছি। আমি যখন 'দ্য গার্ডেন অফ টাইম' ড্রেসকোডের কথা ভেবেছি, এমন কিছু হতে হত যা নিরন্তর এবং শাড়ির থেকে বেশি নিরন্তর আর কিছু হয় না।'
রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।