মুম্বই: বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের মাথায় নতুন পালক। পেটা ২০২১-এর তরফে তাঁকে 'পার্সন অফ দ্য ইয়ার' (PETA's 2021 Person of the Year) তকমা দেওয়া হল, 'পশু-বান্ধব' ফ্যাশন ইন্ডাস্ট্রির (animal-friendly fashion industry) সমর্থনে কাজের জন্য।


অভিনেত্রী সম্প্রতি এক সংস্থায় বিনিয়োগ করেছেন, যারা মন্দিরের ফেলে দেওয়া ফুল থেকে ভেগান চামড়া (vegan leather) তৈরি করে। একইসঙ্গে, তাঁর যে শিশুদের ভেগান পোশাকের সংস্থা আছে সেটিও '২০২১ পেটা ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ড' (2021 PETA India fashion award) পেয়েছে প্রাণী এবং প্রকৃতির প্রতি বাচ্চাদের ভালবাসা বাড়িতে তুলতে সাহায্য করার জন্য।


আলিয়া বিড়াল এবং কুকুরদের সমর্থনের জন্য পরিচিত এবং প্রায়শই প্রাণী সুরক্ষা আইন আরও শক্তিশালী করার জন্য সরব হন। অভিনেত্রী বিড়াল এবং কুকুরদের সাহায্য করার জন্য 'পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস' (PETA) ভারতীয় ক্যাম্পেনে অভিনয়ও করেছেন। 


আরও পড়ুন: Upcoming Film Release: ওমিক্রনের কারণে ফের আটকে যেতে পারে কোন কোন ছবির মুক্তি?


পেটার তরফে বলা হয়, 'আলিয়া ভট্ট শুধুমাত্র ভেগান ফ্যাশনকে এগিয়ে নিয়ে যেতেই সাহায্য করছেন না বরং পরবর্তী প্রজন্মকে পশুদের প্রতি সদয় হতে উৎসাহিত করছেন।'


তিনি আরও বলেন, 'আলিয়া কোনও ব্যাপারে সরব হতে দ্বিধা করেন না। সেটা তাঁর অনুরাগীদের কুকুর বা বিড়াল দত্তক নিতে উৎসাহিত করাই হোক বা পশুদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোই হোক।' 


এর আগে 'পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার' সম্মান পেয়েছেন লোকসভা সাংসদ শশী তারুর (Lok Sabha MP Shashi Tharoor), প্রাক্তন সুপ্রিম কোর্ট জাস্টিস কে.এস. পানিকর রাধাকৃষ্ণন (former Supreme Court Justice K.S. Panicker Radhakrishnan), ক্রিকেট তারকা বিরাট কোহলি (cricketer Virat Kohli), কমেডি কিং কপিল শর্মা (comedian Kapil Sharma)। এছাড়া একাধিক অভিনেতা যেমন, জন আব্রাহাম (John Abraham), অনুষ্কা শর্মা (Anushka Sharma), সানি লিওন (Sunny Leone), আর. মাধবন (R. Madhavan), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), হেমা মালিনী (Hema Malini) ও সোনম কপূর আহুজাও (Sonam Kapoor Ahuja) বিভিন্নভাবে পশুদের পাশে দাঁড়ানোর জন্য এই সম্মান পেয়েছেন।