কলকাতা: বোটক্স করাতে গিয়ে নাকি ভুল হয়ে গিয়েছে? আর সেই কারণেই বেঁকে গিয়েছে আলিয়া ভট্টের (Alia Bhatt) মুখ আর হাসি! এমনকি তাঁর কথা বলার ধরণও অদ্ভুত! সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আসতে থাকা ভাইরাল ভিডিও আর বিভিন্ন লেখা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় কার্যত ফেটে পড়লেন আলিয়া ভট্ট। তাঁর কথাবার্তা নিয়ে, হাসি নিয়ে যে চূড়ান্ত ট্রোলিংয়ের স্বীকার হচ্ছিলেন তিনি, তার কড়া জবাব দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। কী লিখলেন আলিয়া? 


নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা পোস্ট করে আলিয়া লিখেছেন, 'যাঁরা বোটক্স বা কসমেটিক যে কোনও রকম সার্জারি করিয়েছেন, তাঁদের বিচার করছি না। প্রত্যেকের শরীরের ওপর তাঁদের নিজস্ব অধিকার রয়েছে। কিন্তু আমি বোটক্স করিয়েছি এবং সেটা ভুল হয়েছে, আমার হাসি বেঁকে গিয়েছে এইরকম দাবি করে সোশ্যাল মিডিয়ায় যা যা ভিডিও আর ছবি প্রকাশ্যে আসছে, সেগুলো তো ভয়াবহ। মানুষের মুখ নিয়ে এই ধরণের বিচার অসহনীয়। আপনারা আবার আমার মুখে বদলে যাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যাও খুঁজে বের করে ফেলেছেন! আপনারা বলছেন, আমার মুখের একদিকে পক্ষাঘাত হয়েছে! মজা করছেন আমার সঙ্গে! এই ধরণের দাবির কোনও প্রমাণ রয়েছে আপনাদের কাছে?' আলিয়ার লেখার ভাষাই বলে দেয়, তিনি এই বিষয়ে কতটা আহত হয়েছেন মানসিকভাবে? 


আলিয়া আরও লিখছেন, 'সবচেয়ে বড় কথা, নতুন প্রজন্মের যাঁরা এগুলো পড়ছেন, দেখছেন, তাঁরা কী প্রভাবিত হচ্ছেন না? আপনি তো ইচ্ছাকৃতভাবে তাঁদের মাথায় আরও বেশি করে খারাপ অর্থহীন সব ধারণা পুরে দিচ্ছেন। এক মুহূর্তের জন্য ভাবুন তো, মেয়েদের তাঁদের প্রত্যেকটা শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের জন্য বিচার করা হয়। এগুলো তো বিষক্রিয়ার মতো। প্রত্য়েকটা মানুষ যেমন, তাঁদের মতো করেই নিজেদের উপভোগ করা উচিত। সবচেয়ে দুঃখের বিষয় কী জানেন, এই জাজমেন্টটা আসে আরেকজন মহিলার কাছ থেকেই।' সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন আলিয়া।


 


আরও পড়ুন: Sushant Singh Rajput: ৪ বছর পরে স্বস্তি, সুশান্ত সিংহ রাজপুতের মামলায় রিয়া ও তাঁর পরিবারকে নির্দোষ ঘোষণা করল সুপ্রিম কোর্ট


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।