নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় 'ব্রহ্মাস্ত্র' (Brahmāstra)। মাসখানেক আগে সাত পাকে বাঁধা পড়া বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) একসঙ্গে প্রথম ছবি। যে ছবির শ্যুটিং ফ্লোরে দুই তারকার প্রেমপর্ব শুরু হয়, সেই ছবি মুক্তির আগে বিয়েও সেরে ফেললেন তাঁরা। বি-টাউন স্বাভাবিকভাবেই এই নতুন জুটিকে খুবই সাদরে গ্রহণ করে। 


আলিয়ার পোস্টে 'আলো'র খোঁজ


'ব্রহ্মাস্ত্র' ছবির মুক্তি যত এগিয়ে আসছে, ততই প্রচারের জোর বাড়ছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান 'দেবা দেবা' (Deva Deva)। মূলত এই গানের মাধ্যমে রণবীরের চরিত্রের সঙ্গে পরিচয় করানো হয়েছে। আর সেই গান বেশ সমাদৃতও।


এবার সেই গান নেপথ্যে দিয়ে তৈরি আলিয়ার ভিডিও পোস্টই নজর কাড়ল অনুরাগীদের। নীল পরিষ্কার আকাশে, মেঘের ভেলা। ক্যামেরা ঘুরতেই দেখা গেল ডেনিম শার্ট ও জিন্সে পর্দার 'রকস্টার'। শরীর দোলাচ্ছেন 'দেবা দেবা' গানে। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন স্ত্রী আলিয়া। ক্যাপশনে লিখলেন 'আমার জীবনের রশ্মি।' রণবীর সোশ্যাল মিডিয়ায় না থাকলেও আলিয়ার পোস্টের মাধ্যমে তাঁর ঝলক পেয়ে খুশি অনুরাগীরা।


ভিডিও পোস্ট হতেই লাইক ও কমেন্টের বন্যা। প্রথমেই 'হার্ট' কমেন্ট করেছেন রণবীরের দিদি ঋদ্ধিমা কপূর। অনুরাগীদের ভালবাসাও চোখে পড়ার মতো। প্রসঙ্গত, এই গানে রণবীরের চরিত্রে 'আলোর আভাস' মেলে। সেই প্রসঙ্গ টেনেই ভিডিওর ক্যাপশন। 


 






আরও পড়ুন: Vindu Dara Singh: রাজু শ্রীবাস্তবের সঙ্গে 'বিগ বস'-এর দিনগুলোর স্মৃতিচারণা করলেন বিন্দু দারা সিংহ


২০২২ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ছবি। 'ব্রহ্মাস্ত্র' হল একটি নতুন মূল মহাবিশ্ব যা ভারতীয় ইতিহাস দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। ভারতীয় লোককথা ও পৌরাণিক কাহিনি দ্বারা অনুপ্রাণিত কিন্তু আধুনিক প্রেক্ষাপটে সেট করা হয়েছে। যেখানে কল্পনা, দুঃসাহসিকতা, ভাল বনাম মন্দ, প্রেম এবং আশার মহাকাব্যিক কাহিনি রয়েছে। সেই সঙ্গে দুর্দান্ত টেকনোলজির ব্যবহার তো রয়েইছে যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি।