নয়াদিল্লি: দিন কয়েক আগে টিজারেই (teaser) মিলেছিল আভাস, এবার প্রথম গানে (First Song Out) সেই ছবিই হল পরিষ্কার। কর্ণ জোহরের (Karan Johar) আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে (Rocky Aur Rani Kii Prem Kahaani) বিভিন্নভাবে কিংবদন্তি পরিচালক যশ চোপড়াকে (Ode to Yash Chopra) শ্রদ্ধা জানিয়েছেন তিনি। বুধবার মুক্তি পেল নতুন গান 'তুম কেয়া মিলে' (Tum Kya Mile)। 

প্রকাশ্যে 'তুম কেয়া মিলে', নস্ট্যালজিক হবেন যে কোনও বলিউডপ্রেমী

বরফে ঢাকা চারপাশ, তার মাঝে দাঁড়িয়ে গলা ছেড়ে গান গাইছেন নায়ক, আর তাঁকে জড়িয়ে শিফনের শাড়ি পরে নায়িকা... যে কোনও বলিউড প্রেমীর কাছে এই দৃশ্য অত্যন্ত পরিচিত। যশ চোপড়া পরিচালিত বেশিরভাগ ছবিরই প্রেমের গান এইভাবেই হত তৈরি। 

বুধবার প্রকাশ্যে রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির প্রথম গান। প্রীতমে (Pritam) সঙ্গীত পরিচালনায়, অরিজিৎ সিংহ (Arijit Singh) ও শ্রেয়া ঘোষালে (Shreya Ghoshal) কণ্ঠের জাদু, অমিতাভ ভট্টাচার্যের লিরিক্সে এই গান দেখতে দেখতে দর্শক কয়েক বছর পিছিয়ে যেতে পারেন হঠাৎ। 

এই গান প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগে করা কর্ণ জোহরের পোস্টে পরিচালক নিজেই স্বীকার করে নেন যে এই গান তাঁর প্রিয় পরিচালক প্রয়াত যশ চোপড়ার প্রতি শ্রদ্ধার্ঘ। সম্পূর্ণ গানের শ্যুটিং হয়েছে বরফে ঢাকা কাশ্মীরের সুন্দর পার্বত্য অঞ্চলে। ছবির মুখ্য চরিত্রের রোম্যান্সের দৃশ্য রয়েছে এই গানে। একদিকে যখন রণবীরকে দেখা যাচ্ছে একের পর এক শীতবস্ত্রে গান গাইতে, উল্টোদিকে তখন ঝলমলে শিফন শাড়িতে তাঁর বাহুডোরে নিজেকে আবদ্ধ করছেন আলিয়া। ঠিক যেন যশ চোপড়ার ছবির নায়িকা। গানের পোশাক, দৃশ্যায়ন, কোরিওগ্রাফি সবই এক ঝলকে মনে করাবে যশ চোপড়ার ছবির প্রেমের গানের। তবে গানের কিছু দৃশ্য ও আলিয়ার দুই ধরনের পোশাক দেখে মনে হয়, এই গান সম্পূর্ণই 'ড্রিম সিক্যোয়েন্স' হিসেবে ব্যবহৃত হয়েছে ছবিতে।

 

আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

প্রসঙ্গত, এই ছবির হাত ধরে ছয় বছর পর পরিচালকের আসনে বসছেন কর্ণ জোহর। আজ থেকে ঠিক এক মাস পর আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রণবীর-আলিয়ার এই প্রেম কাহিনি। এই গানের কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial