এর আগেও একবার জল্পনা তৈরি হয়েছিল, এই বছরই নাকি রণবীর-আলিয়ার বিয়ে। সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়ে তিনি বলেন,'আলিয়া যা করবে, সেই ব্যাপারে আমার সমর্থন আছে। ও যথেষ্ট পরিণত মনস্ক। আমি ওঁকে জ্ঞান দিতে যাব না।' রণবীর-আলিয়ার ভাইরাল হওয়া বিয়ের কার্ড নিয়ে মুখ খুললেন আলিয়া আর সোনি রাজদান
Web Desk, ABP Ananda | 23 Oct 2019 02:20 PM (IST)
রণবীর আলিয়ার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। গতকালই ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের কার্ড। সেই কার্ড অনুসারে ২০২০র ২২ জানুয়ারি তাঁদের 'সগন' সেরিমনি। যদিও সেই কার্ড ভুলে ভরা। আলিয়ার নামের বানান ভুল।
মুম্বই: বলিউডের আনাচে-কানাচে এখন রণবীর-আলিয়া জুটির রোম্যান্সের খবর। উটিতে 'সড়ক টু'র শ্যুটিং শেষ করে লন্ডনে পাড়ি দিয়েছেন আলিয়া। সেখানে আছেন রণবীর। বলিউডে গুঞ্জন একান্তে ছুটি কাটাতেই নাকি লন্ডনের বিমান ধরেছেন মহেশ কন্যা। এর মাঝেই, রণবীর আলিয়ার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। গতকালই ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের কার্ড। সেই কার্ড অনুসারে ২০২০র ২২ জানুয়ারি তাঁদের 'সগন' সেরিমনি। যদিও সেই কার্ড ভুলে ভরা। আলিয়ার নামের বানান ভুল। এমনকী আলিয়ার বাবার নামটিও ভুল ছাপানো হয়েছে সেই আমন্ত্রণ পত্রে। সেখান থেকেই বোঝা গেছে, কার্ডটি আসল নয়। যদিও এতসব না দেখেই হইচই পড়ে গেছে বলিটাউনে। এ ব্যাপারে আলিয়ার মা সোনি রাজদানকে প্রশ্ন করলে তিনি বলেন, এটি গুরুত্ব দেওয়ার মতো কোনও বিষয়ই নয়। 'এসব যারা করে, তাদের প্রয়োজনের থেকে বেশি প্রচার দেবেন না', মত অভিনেত্রীর মায়ের। অন্যদিকে বিমানবন্দরে আলিয়েকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনিও বিষয়টি হেসে উড়িয়ে দেন। ঘাড় নেড়ে বুঝিয়ে দেন, এই কার্ডটির সত্যতা নেই।