ইদের সময় একটি ভিডিও প্রকাশ করে ওই জঙ্গি গোষ্ঠী জানায় মুসা মারা যাওয়ার পর দায়িত্ব নিচ্ছে হামিদ লেলহারি। ২০১৬ সালে লস্কর-ই-তৈবায় যোগ দেয় হামিদ। ২০১৮ সাল থেকে মুসার সঙ্গে কাজ শুরু করে সে। ২০১৭ সালের জুলাই থেকে কাশ্মীরে অল কায়দার শীর্ষনেতা ছিল জাকির মুসা। তার আগে বুরহান ওয়ানির মৃত্যুর পর হিজবুল মুজাহিদিনের নেতৃত্ব দিত মুসাই। ত্রালে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ৩ জনের মধ্যে জাকির মুসার উত্তরসূরী হামিদ লেলহারি
Web Desk, ABP Ananda | 23 Oct 2019 11:41 AM (IST)
সূত্রের খবর, এই হামিদই জাকির মুসার জঙ্গিগোষ্ঠী আনসার গাজওয়াত উল হিন্দের শীর্ষ নেতা। মুসার মৃত্যুর পর হামিদই ছিল ওই জঙ্গি গোষ্ঠীর সব কার্যকলাপের মাস্টারমাইন্ড।
নয়াদিল্লি: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের ত্রালে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম তিন জঙ্গির পরিচয় প্রকাশ করল কাশ্মীর পুলিশ। এর মধ্যে একজন আনসার-গাজওয়াত-উল-হিন্দের শীর্ষনেতা হামিদ লেলহারি। বাকি ২ জনের পরিচয়ও জানা গেছে। একজন নাভিদ তক, অন্যজন জুনেইদ ভট। ট্যুইটে জানিয়েছে কাশ্মীর পুলিশ। হামিদ লেলহারি, আবদুল হামিদ লোন নামেও পরিচিত। সূত্রের খবর, এই হামিদই জাকির মুসার জঙ্গিগোষ্ঠী আনসার গাজওয়াত উল হিন্দের শীর্ষ নেতা। মুসার মৃত্যুর পর হামিদই ছিল ওই জঙ্গি গোষ্ঠীর সব কার্যকলাপের মাস্টারমাইন্ড। পুলওয়ামা এলাকাতেই থাকত এই হামিদ।