কলকাতা: 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভট্ট। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের অভিনয় প্রতিভা দিয়ে মহেশ কন্য়া জায়গা করে নিয়েছেন সিনেপ্রেমীদের মনে। আলিয়ার ঝুলিতে আছে একাধিক হিট ছবি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবন নিয়ে বেশ কিছু কথা শেয়ার করেন। অভিনেত্রী বলেন, 'সবসময় সবকাজের ক্ষেত্রে ভারসাম্য় রাখা যায় না। আমরা ভাবি আমরা যা করছি তাই ঠিক, কিন্তু একটাসময় পর দেখা যায় আমাদের বেশ কিছু কাজ আমাদের মানসিক শান্তি নষ্টের কারণ হয়ে ওঠে। এর কারণ আমরা ব্য়ক্তিগত জীবন ও পেশাদার জীবনের মধ্য়ে ভারসাম্য় রক্ষা করার চেষ্টা করি। তাই সময় অনুসারে আমাদের উচিত নিজের অগ্রাধিকার বেছে নেওয়া।' 

অভিনেত্রী আরও বলেন, 'কেউ একবার আমাকে বলেছিল আমি ভাল মা, যোগ্য় কন্য়া ও পেশাদার অভিনেত্রী কোনওটাই হতে পারব না।' তিনি বলেন,'মহান শব্দটাই ওভাররেটেড। নিজের কাজ মন দিয়ে করলে ও সৎ থাকলে নিজের লক্ষ্য়ে পৌঁছনো যায়। আমি নিজের পরিবার ও বন্ধুদের সময় দিই তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। আমার মনে হয় আমি এভাবে আমার দায়িত্ব পালন করতে পারব।'

আরও পড়ুন...

আজ জাতীয় আইসক্রিম দিবস! কী এই দিনের তাৎপর্য ?

সম্প্রতি আরও একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, বর্তমানে তিনি কাজ নয় নিজের পরিবারকেই প্রাধান্য় দিয়ে চান। অভিনেত্রী বলেন, 'আমি সিনেমায় এক দশক পার করছি এরমধ্য়ে আমার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আমার মনে হয় একটা সময় ছিল যখন আমি  কাজের জন্য় সব ধরনের ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক ছিলাম। ঘুমের সময় বাদ দিয়ে শুধু একটানা  শুটিং করে যেতাম। কিন্তু এখন আমার জীবন পাল্টে গেছে। এখন আমার একটি পরিবার আছে। আমার একটি কন্যা আছে, আমার স্বামী আছে। এই ১০ বছর আমি আমার বাবা-মায়ের সঙ্গে ,বোনের সঙ্গে , এমনকি বন্ধুদের সঙ্গেও কাটাতে পারিনি। আর এখন আমি এই মানুষগুলোর সঙ্গেই সময় কাটাতে চাই।'

আলিয়া আরও বলেছিলেন,' কাজ ও পরিবার দুইয়ের মধ্য়েই ভারসাম্য় আনতে হবে। আমিও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি কাজও করব বলে ঠিক করেছি। এমনকি আমি দেখেছি খুব বেশি ফোন ঘাঁটলেও অনেক সময় চলে যায়। তাই এই অভ্য়াস আমি ছাড়ার চেষ্টা করছি। এতে আমি কখনও সফল হই কখনও ব্য়র্থ হই। '

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial