Aloe Vera Gel: ত্বকের পাশাপাশি চুলের যত্নেও (Hair Care) কাজে লাগে অ্যালোভেরা জেল। কীভাবে আপনার চুলের যত্নে অ্যালোভেরা জেল (Aloe Vera Gel) কাজে লাগে, সেটা দেখে নেওয়া যাক। 


চুল মজবুত করে- অ্যালোভেরার মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যা আপনার চুলে পুষ্টি জোগায়। তার ফলে মজবুত হয় চুল। ভিটামিন এ, ভিটামিন বি১২, ভিটামিন সি রয়েছে অ্যালোভেরার মধ্যে। এই তিনটি ভিটামিন চুলের গোড়া শক্ত করে। নতুন চুল গজাতে সাহায্য করে। হেয়ার ফলিকলের গঠন সুদৃঢ় করে। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল পেয়ে যাবেন আপনি। নাহলেও অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়। 


স্ক্যাল্পের তেলতেলে ভাব দূর করে- স্ক্যাল্প অর্থাৎ মাথার তালু অনেকেরই অতিরিক্ত তেলতেলে হয়। এই সমস্যা দূর করার জন্য কাজে লাগে অ্যালোভেরা জেল। ফ্যাটি অ্যাসিড এবং এনজাইম রয়েছে অ্যালোভেরার মধ্যে। এই দুই উপকরণ স্ক্যাল্পের তেলতেলে ভাব কমায়। আপনার সিবাম প্রোডাকশন নিয়ন্ত্রণ করে ফ্যাটি অ্যাসিড এবং এনজাইম। এর পাশাপাশি মাথার তালু বা স্ক্যাল্প থেকে যে পরিমাণ তেল এমনিই নির্গত হয় সেটাও নিয়ন্ত্রণ করে অ্যালোভেরা জেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড এবং এনজাইম।


স্ক্যাল্পের বিভিন্ন অস্বস্তি দূর করে- মাথার তালুতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। ইচিং বা চুলকানি ছাড়াও অন্যান্য ইরিটেশন হতে পারে। অ্যালোভেরা জেলে থাকা অ্যামাইনো অ্যাসিড এইসব সমস্যা দূর করে। মাথার তালুর র‍্যাশ, চুলকানি, জ্বালাভাব ইত্যাদি দূর করতে কাজে লাগে অ্যালোভেরা। অর্থাৎ এককথায় বলা যায় চুলের হাজারো সমস্যার সমাধান রয়েছে অ্যালোভেরার মধ্যে। 


চুলের গঠন দৃঢ় করে- অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যালোনিন নামের একটি উপকরণ। এর সাহায্যে চুলের গোড়া শক্ত হয়। নতুন চুল গজাতে সাহায্য করে অ্যালোনিন। এছাড়াও চুলের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করে। চুলের ডগা ফাটার সমস্যা, চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যা দূর করে। চুলের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। চুলে খুশকির সমস্যা থাকলে সেটাও কমায় অ্যালোভেরা জেল। চুলের লালচে ভাবও দূর করতে সাহায্য করে।


ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও নানা ভাবে কাজে লাগে অ্যালোভেরা জেল



  • ত্বক আর্দ্র বা হাইড্রেটেড রাখতে হলে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। ত্বকের জন্য ন্যাচারাল ময়শ্চার হিসেবে ব্যবহার করা যায় অ্যালোভেরা জেল।

  • কুলিং ফেস মাস্ক হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। সানবার্নের সমস্যা নিমেষে দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এছাড়াও ত্বকের জেল্লায় বাড়ায় এবং রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে। 

  • ত্বক পরিষ্কার রাখার জন্য টোনার ব্যবহার করা প্রয়োজন। এর জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য জল মিশিয়ে সেই মিশ্রণ টোনার হিসেবে ব্যবহার করুন।

  • ত্বকের জেল্লা বজায় রাখার জন্য মরা কোষ ঝরানো প্রয়োজন। অর্থাৎ ডেড স্কিন সেল ঝরানোর প্রয়োজন রয়েছে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এক্ষেত্রেও কাজে লাগে অ্যালোভেরা জেল। 


আরও পড়ুন- বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম