নয়াদিল্লি- দীপিকা-রণবীর সিংহ থেকে আলিয়া ভট্ট, সলমান খান সকলেই নরেন্দ্র মোদির আহ্বানে সকলেই জনগণকে ভোটদানে উৎসাহ দেবার জন্য প্রচার চালিয়েছিলেন। আসন্ন লোকসভা ভোটের আগে বলি সেলেবদের ভোটদানে জনসচেতনতা বৃদ্ধির প্রচারে সামিল হয়েছিলেন।

সম্প্রতি কলঙ্ক ছবির প্রচারে ব্যাস্ত রয়েছেন আলিয়া ভট্ট সহ বরুণ ধবন, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপুর। তাঁরাও সামিল হয়েছিলেন এই জনসচেতনতার প্রচারে। এই নিয়ে একটি টুইটও করেন আলিয়া ভট্ট।





সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে এসে আলিয়া জানালেন, তিনি ভোট দিতে পারেন না!

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বরুণ ধবন ও সোনাক্ষী সিংহ। তাঁদের প্রশ্ন করা হয়, কি করে তাঁরা পছন্দের দলকে ক্ষমতাসীন করবেন? বরুণ আর সোনাক্ষী সঙ্গে সঙ্গে উত্তর দেন-ভোট দিয়ে। তখন আলিয়া জানান, পাসপোর্টগত সমস্যার কারণেই ভারতে ভোটাধিকার নেই আলিয়ার।

আলিয়ার মা সোনি রাজদানের ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। জন্মসূত্রে আলিয়াও ইংল্যান্ডের নাগরিক। ভারতীয় নিয়ম অনুযায়ী, কোনও দেশবাসীর দ্বৈত নাগরিকত্ব থাকলে তাঁরা ভারতের নির্বাচনে অংশগ্রহন করতে পারেন না। একমাত্র ইংল্যান্ডের নাগরিকত্ত্ব ছেড়ে দিলে তবেই ভারতে ভোটদানে সক্ষম হবেন আলিয়া।

আগামী ১৭ই এপ্রিল মুক্তি পাচ্ছে আলিয়া, বরুণ, আদিত্য, সোনাক্ষী, মাধুরী, সঞ্জয় অভিনীত ‘কলঙ্ক’।