ক্যানসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্রুত রোগ নির্ণয়, মন্তব্য সোনালী বেন্দ্রের
web desk, ABP Ananda | 15 Apr 2019 10:06 AM (IST)
ক্যানসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্রুত রোগ নির্ণয়, ক্যানসার সম্পর্কে বক্তব্য রাখলেন সোনালী বেন্দ্রের
মুম্বই: সদ্য ক্যানসারের চিকিৎসা করিয়ে বিদেশ থেকে ফিরেছেন সোনালী বেন্দ্রে। আপাতত তাঁর চিকিৎসার একটি পর্ব শেষ করে দেশে ফিরে এসেছেন তিনি। আর এর পর থেকেই ক্যানসার নিয়ে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি মুম্বইতে হওয়া একটি স্বাস্থ্য সংস্থা আয়োজিত অনুষ্ঠানে এসে ক্যানসার বিষয়ক কিছু বক্তব্য রাখেন সোনালী। তিনি বলেন, ‘আমরা তাই পড়ি আমাদের যা পড়ানো হয়। চিকিৎসা চলাকালীন আমি মনে করতাম, আমি এই কষ্টটা সহ্য করে নিতে পারি। আমি সুস্থ, মারা যাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘ক্যানসারের চিকিৎসায় সবার আগে উচিত রোগ নির্ণয়। অনেক সময় আমাদের শরীর আমাদের কিছু বলতে চায় কিন্তু আমরা তা খেয়াল করি না। আমরা সবসময় ভাবি, আমাদের ক্যানসার হতে পারে না। কিন্তু যতক্ষনে আমরা রোগের উপস্থিতিটা বুঝতে পারি ততক্ষণে সেটা ছড়িয়ে যায়। তখম আমরা বুঝি ক্যানসার যে কারও হতে পারে। ক্যানসারের সবচেয়ে বিপজ্জনক দিক হল এই রোগ সহজে ধরা যায় না।’