মুম্বই: আজ বড়দিন (Christmas 2022)। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই উৎসব উদযাপনে মেতে রয়েছেন। বলিউড তারকারাও বড়দিন উদযাপন করছেন। বলিউডের দুই তারকা রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) চলতি বছরই বিয়ে সেরেছেন। বিয়ের পর এটাই তাঁদের প্রথম বড়দিন উদযাপন। কীভাবে উৎসবে মাতলেন তাঁরা?
রণবীর - আলিয়ার বড়দিন উদযাপন-
এদিন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবি দুটির একটি বোন শাহিন ভট্টের সঙ্গে। অন্যটি মা সোনি রাজদানের সঙ্গে। এছাড়াও রণবীর কপূরের ফ্যান ক্লাবের পক্ষ থেকেও নেট দুনিয়ায় একাধিক ছবি পোস্ট করা হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, কপূর পরিবার ও ভট্ট পরিবারের সদস্যরা একসঙ্গে বড়দিন উদযাপন করছেন। লাল পোশাকে দেখা যাচ্ছে আলিয়া ভট্টকে। মাথায় ক্রিসমাসের টুপি। হালকা মেকআপে আলিয়া হয়ে উঠেছেন আরও আকর্ষণীয়।
আরও পড়ুন - Devoleena Bhattacharjee: তাহলে এই কারণেই সাত তাড়াতাড়ি বিয়ে করলেন দেবলীনা?
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে বিয়ে সেরেছেন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। চলতি বছরই তাঁদের জীবনে এসেছে সন্তান। কন্যা রাহাকে নিয়ে তাঁদের জীবনে খুশির হাওয়া বইছে। তার মধ্যেই উৎসবের আমেজে গা ভাসিয়েছেন তাঁরা।