মুম্বই: সদ্য়ই বিয়ে সেরেছেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। দীর্ঘদিনের প্রেমিক শেহনাওয়াজ শেখের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। কিন্তু তাঁর এই চটজলদি বিয়ে সেরে নেওয়ার কারণ হিসেবে উঠে আসছে একাধিক তথ্য। সেসব সম্পর্কে মুখ খুললেন তিনি।
বিয়ে নিয়ে গুজব প্রসঙ্গে দেবলীনা-
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে যে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন দেবলীনা ভট্টাচার্য। আর তাই তিনি দ্রুত বিয়ে সেরে নিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দাবি করা হচ্ছে যে, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই কার্যত চুপিসাড়ে বিয়ে সেরেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমার কাউকে কোনও কৈফিয়ৎ দেওয়ার নেই। কিন্তু অনেকেরই মনে হচ্ছে যে, আমি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এত চটজলদি বিয়ে করে নিয়েছি। আমি খুব আশ্চর্য। আর যারা এমন মনে করছে, তাদের এই নিম্নমানের কথা শুনে খুব দুঃখ লাগছে। এটাও এক ধরনের কাপুরুষতা। ওরা কারও ভালো দেখতে পারে না। কারও জীবন নিয়ে কাটাছেঁড়া না করলেই চলে না। তবে, আমি ওই কমেন্টগুলো পড়ে খুব হেসেছি। আমি জানি না সত্যিই এরপর আর কী হবে।'
আরও পড়ুন - Projapoti: 'প্রজাপতির ডানায় রাজনীতির রং', দেবের ছবি প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ
দেবলীনা আরও বলছেন, 'সমস্যা এটা নয় যে, আমি কাকে নিয়ে করছি। যেকোনও কিছু নিয়েই ট্রোল শুরু হবে। যদি কেউ ধনী ব্যক্তিকে বিয়ে করে, তাহলে তাকে লোভী বলা হবেয যদি কোনও দেখতে সুন্দর ছেলেকে বিয়ে করে কেউ, তাহলে অন্যরকমভাবে ট্রোল করা হবে। আর এর সঙ্গে ধর্ম তো রয়েছেই। এরা অন্যের খুশি সহ্য করতে পারে না।'