মুম্বই: বলিউড পাড়ায় চাপা গুঞ্জন, শীঘ্রই চার হাত এক হতে চলেছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই। দীপাবলিতে রণবীরের সঙ্গে আলিয়ার মিষ্টি ছবি পোস্ট করার পর সেই জল্পনা আরও উস্কে যায় অনুরাগী মহলে। যদিও বিয়ে সংক্রান্ত সমস্ত প্রশ্নই এতদিন এড়িয়ে যাচ্ছিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রী একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি তাঁর প্রাত্যহিক জীবনের একটি ডকুমেন্ট তৈরি করেছেন। ভিডিওটি শুরু হচ্ছে তাঁর একটি বিজ্ঞাপন শ্যুটিংয়ে যাওয়া দিয়ে। প্রিয় বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কপূরের সঙ্গে তিনি শ্যুটিংয়ে যাচ্ছেন এবং গোটা ভিডিও-জুড়ে তিনি অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। 

তারই মধ্যে একজন প্রশ্ন করেছিলেন তাঁর ফোনের স্ক্রিনসেভার কী? ক্যামেরার দিকে ফোন ঘুরিয়ে দেখান তিনি যে স্ক্রিনসেভারে তাঁর রণবীরের সঙ্গে একটি ছবি রয়েছে।

এছাড়া তাঁর অনুপ্রেরণা, শ্যুটিংয়ের অভিজ্ঞতা ও তিনি কীভাবে ট্রোলের সঙ্গে মোকাবিলা করেন ইত্যাদি সব বিষয়েই উত্তর দিচ্ছিলেন। কিন্তু যতবারই তাঁকে একটি বিশেষ প্রশ্ন করা হয় ততবারই সেটি এড়িয়ে যান আলিয়া। 

কী সেই প্রশ্ন? অনুরাগীদের প্রশ্ন, বিয়ে কবে করছেন অভিনেত্রী? এই প্রশ্ন করেছেন এমন বেশ কিছু অনুরাগীর নাম নেন অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত অভিনেত্রী কোনও উত্তর দেননি, কেবল কাঁধ ঝাঁকিয়ে বুঝিয়েছেন যে 'জানেন না'।

আরও পড়ুন: Rani Mukerji Update: বলিউডে ২৫ বছর, রানি মুখোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি?

বলিউডের গুঞ্জন বলছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। কানাঘুষো শোনা যাচ্ছে এমনই। সম্প্রতি মুম্বইয়ের একটি নির্মাণ সাইটে আলিয়াকে দেখা গিয়েছিল। সেখানে আলিয়ার সঙ্গে ছিলেন রণবীর কপূর ও তাঁর মা অভিনেত্রী নীতু কপূরও। মনে করা হচ্ছে যে বিয়ের পর এই বাড়িতেই থাকতে চলেছেন রণবীর-আলিয়া দম্পতি।