নয়াদিল্লি: ২০২৩ সালের 'মেট গালা'য় (Met Gala 2024) ডেবিউ করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। এবার ফের সম্মানীয় এই অনুষ্ঠানের সবুজ ও সাদা কার্পেটে নজর কাড়লেন 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ৭ মে, এই আন্তর্জাতিক বার্ষিক অনুষ্ঠান অর্থাৎ 'মেট গালা ২০২৪'-এর লাল গালিচায় পা রাখেন নায়িকা। পরেছিলেন তারকা ডিজাইনার সব্যসাচীর (Sabyasachi) তৈরি শাড়ি।
সব্যসাচীর ডিজাইনার শাড়িতে মেট গালায় নজর কাড়লেন আলিয়া
এই বছরে 'মেট গালা ২০২৪'-এর থিম ছিল 'দ্য গার্ডেন অফ টাইম'। সেই ড্রেস কোডের সঙ্গে মিল রেখেই আলিয়া পরেছিলেন শাড়ি। এদিন তিনি পরেছিলেন হাতে এমব্রয়ডারি করা ফুলের ডিজাইন করা শাড়ি যার সঙ্গে ছিল লম্বা লুটিয়ে যাওয়া অংশ। তাঁর চোখ ধাঁধানো ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষে ছড়িয়ে পড়ে।
রেড কার্পেটে পা রাখার আগে অভিনেত্রী কথা বলেন অ্যাশলি গ্রাহামের সঙ্গে এবং এই অনুষ্ঠানে দ্বিতীয়বার আসতে পেরে তাঁর অভিজ্ঞতা জানান। তিনি বলেন, 'দুর্দান্ত লাগছে এবং অত্যন্ত উত্তেজিতও আমি। মেট গালায় এটা আমার দ্বিতীয়বার কিন্তু এই প্রথম আমি শাড়ি পরেছি। আমি যখন 'দ্য গার্ডেন অফ টাইম' ড্রেসকোডের কথা ভেবেছি, এমন কিছু হতে হত যা নিরন্তর এবং শাড়ির থেকে বেশি নিরন্তর আর কিছু হয় না।'
আলিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে অনুরাগীরা তাঁর রূপে মুগ্ধ হয়ে যান। একজন লেখেন, 'এই সাজের ধারেকাছে কেউ আসতে পারবে না।' তিনি প্রথম একটি সাদা কালো ছবি পোস্ট করে লেখেন, 'মেট সেট গো'। তাঁর পোশাক তৈরি করেছেন সব্যসাচী। ভবিষ্যতকে চেনার জন্য অতীতে নজর রাখেন তাঁরা। সূক্ষ্ম হাতের কাজ, হাতে করা সেলাই ডিজাইন, দামী পাথর এবং সেই সঙ্গে পুঁথি ও ফ্রিঞ্জের কাজ, যা আবার ১৯২০-র ফ্রিঞ্জের থেকে আলাদা।
আলিয়ার কথায় এই পোশাক তৈরি এক দিকে যেমন দারুণ অভিজ্ঞতা তৈরি করেছে তেমনই মজার, ধকলের ছিল। ১৬৩ জনের একত্রিত উদ্যোগে এই পোশাক তৈরি হতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।