বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভট্ট। এবার সেই আলিয়ারই এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে, যা দেখে তাঁর অনুরাগীদের কেউ কেউ মনে করছেন, আলিয়া তাঁর দেহরক্ষীর সঙ্গে সঠিকভাবে কথা বলছেন না।
মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভট্ট। এবার সেই আলিয়ারই এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে, যা দেখে তাঁর অনুরাগীদের কেউ কেউ মনে করছেন, আলিয়া তাঁর দেহরক্ষীর সঙ্গে সঠিকভাবে কথা বলছেন না। সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিওতে আলিয়াকে গাড়ি থেকে নেমে তাঁর ভ্যানিটি ভ্যানের দিকে এগোতে দেখা যাচ্ছে। সেই সময়ও একটু থমকে নিরাপত্তা কর্মীদের আগে আগে যেতে বলেন তিনি। এক আলোকচিত্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেহরক্ষীর সঙ্গে আলিয়া যেভাবে কথা বলছেন, তা দেখে তাঁর অনুরাগীদের কেউ কেউ বিরক্ত হয়েছেন। আলিয়া তাঁর দেহরক্ষীর দিকে তাকিয়ে রুক্ষভাবে কথা বলছেন বলেই ভিডিও দেখে তাঁদের মনে হয়েছে। আলিয়াকে সাধারণত তাঁর মিষ্টি হাসি নিয়েই প্রকাশ্যে আসতে দেখা যায়। কিন্তু ওই দিনটা সম্ভবত মেজাজ ভালো ছিল না তাঁর। তাঁর ওই ভিডিও নেটিজেনদের একাংশ আলিয়াকে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে নিশানা করেছেন। অন্যদিকে, সম্প্রতি আলিয়াকে আইআইএফএ-তে সলমন খানের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গিয়েছে। দুজনের সঞ্জয়লীলা বনশালীর আগামী সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু ওই সিনেমা আপাতত ঠাণ্ডাঘরে চলে গিয়েছে।