মুম্বই: সুলতান। শুনলেই বলিপ্রেমীদের মনে আসে সলমন খানের কথা। কিন্তু মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডে এই নামের অর্থ সম্পূর্ণ ভিন্ন। সুলতান বলতে মাফিয়ারা বোঝায় ড্রাগের সরবরাহকারীকে।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছ থেকে পাওয়া গেছে এমনই বেশ কিছু অজানা তথ্য। ড্রাগ ডিলাররা নাকি বলিউড সেলেবদের নামকে নিষিদ্ধ ড্রাগের কোড নেম হিসেবে ব্যবহার করে। এই দুনিয়ায় কোকেনের নাম আলিয়া ভট্ট, স্ম্যাক ক্যাটরিনা কাইফ। আফিং কঙ্গনা রানাওয়াত, প্রিয়ঙ্কা চোপড়া এলএসডি। অনুষ্কা শর্মা হাশিশ, নার্গিস ফকরি এক্সট্যাসি।

শুধু অভিনেত্রীরাই নন, বলিউডের অভিনেতাদের নামও আন্ডারওয়ার্ল্ডে কোড ল্যাঙ্গুয়েজ। এখানে রণবীর সিংহ মানে পাইকার আর রণবীর কপূর কর্তা। সত্যিই ভিন্ন দুনিয়া। সন্দেহ নেই।