মুম্বই: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Our Rani Ki Prem Kahani)-র সাফল্যে আপাতত ভাসছেন তিনি, কিন্তু তার মধ্যেই নিজের আগামী ছবির পরিকল্পনা কি শুরু করে দিলেন কর্ণ জোহর (Karan Johar)? আর সেই ছবির নায়িকা হিসেবে দেখা যাবে আলিয়া ভট্ট (Alia Bhatt) ও করিনা কপূর (Kareena Kapoor)-কে? শুক্রবার ইনস্টাগ্রামে আলিয়ার একটি পোস্ট থেকে শুরু হয়েছে এমনই জল্পনা। 


শুক্রবার, ইনস্টাগ্রামে করিনার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। কেবল দুই অভিনেত্রী নয়, করিনার সঙ্গে পারিবারিক সম্পর্কও রয়েছে আলিয়ার। পর্দার 'রানি'-র স্বামী রণবীর কপূর (Ranbir Kapoor) করিনার ভাই। তবে, দুই অভিনেত্রীর মধ্যে ভাল রসায়ন থাকলেও পর্দায় তাঁদের কখনও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। 


এর আগে, 'উড়তা পাঞ্জাব' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের, তবে পর্দা ভাগ করে নেননি তাঁরা। দুজনকেই দেখা গিয়েছিল গল্পের আলাদা আলাদা অধ্যায়ে। তবে সদ্য শেয়ার করা ছবিগুলি দেখে মনে হল, শ্যুটিং ফ্লোরেই রয়েছেন তাঁরা। এই শ্যুটিং সম্পর্কে বিশেষ কোনও তথ্য না দিলেও বোঝা যায়, কোনও বিজ্ঞাপনের জন্যই শ্যুটিং সারছেন তাঁরা। নজর কাড়ে আলিয়ার ক্যাপশন। 


করিনার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে নিয়ে আলিয়া লিখেছেন, 'এর থেকে ভাল আর কিছু হতেই পারে না। আচ্ছা, কেউ কি আমাদের দুজনকে কোনও একটি ছবিতে একসঙ্গে কাস্ট করতে পারেন। তবে আমরা অবশ্য সেটে অবসর সময়টা একে অপরের আয়না হয়েই কাটিয়ে দেব।'


এই ছবিতে অর্জুন কপূর (Arjun Kapoor) মন্তব্য করেছেন, 'পু স্কোয়্য়ার'। প্রসঙ্গত, কভি খুশি কভি গম ছবির এক্কেবারে আইকনিক চরিত্র 'পু'। কিন্তু মন্তব্যের ভিড়ে যাঁর কথা সবচেয়ে বেশি নজর কেড়েছে তিনি কর্ণ জোহর। তিনি এই ছবির মন্তব্যে লিখেছেন, 'এই কাস্টিং নিয়ে আমাদের একটা ছবি প্রয়োজন'। আর সেই থেকেই শুরু হয়েছে কর্ণের ছবিত একসঙ্গে আলিয়া ও করিনাকে কাস্ট করার জল্পনা। তবে এটা নিছক মজা নাকি সত্যি সত্যিই দুই নায়িকাকে নিয়ে ছবি পরিকল্পনা করছেন কর্ণ, সেই উত্তর দেবে সময়। 


 






আরও পড়ুন: Dream Girl 2: সামনেই ছবি মুক্তি, প্রচারে অভিনব পন্থা নিল টিম 'ড্রিম গার্ল ২'