মুম্বই: নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র' (Bramhatra)-র প্রচার চলছে জোরকদমে। সদ্য আইআইটি বম্বে (IIT Bonbay) -তে হাজির হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor)। আর প্রচারের মধ্যেই হাতে মাইক ধরে আলিয়া গেয়ে উঠলেন.. 'কেশরিয়া তেরা.. ইশক হ্যায় পিয়া'
ইতিমধ্য়েই মুখে মুখে ঘুরছে 'কেশরিয়া' (Kesariya)। 'ব্রহ্মাস্ত্র'-র মুক্তি পাওয়া এখনও পর্যন্ত সবচেয়ে হিট গান এটিই। প্রথম মুক্তি পেয়েছিল এই গানটি। এদিন প্রচারের ফাঁকে আলিয়া গেয়ে ওঠেন কেশরিয়া গানের দুটি লাইন। আলিয়ার কন্ঠ শুনেই উচ্ছাসে ফেটে পড়েন দর্শকেরা। এর আগেও ছবিতে প্লে ব্যাক করেছেন আলিয়া। তবে মঞ্চে প্রিয় অভিনেত্রীকে প্রিয় গান গাইতে দেখে উচ্ছাস স্বাভাবিক। আর রণবীর কপূর? তিনি স্ত্রীর পাশে বসে ঠায় তাকিয়ে রইলেন স্ত্রী-র দিকে। হাতে তালি দিয়ে উদ্বুদ্ধও করলেন তাঁকে। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।
২০২২ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ছবি বলে দাবি পরিচালকের। 'ব্রহ্মাস্ত্র' হল একটি নতুন মূল মহাবিশ্ব যা ভারতীয় ইতিহাস দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। ভারতীয় লোককথা ও পৌরাণিক কাহিনি দ্বারা অনুপ্রাণিত কিন্তু আধুনিক প্রেক্ষাপটে সিনেমার সেট করা হয়েছে। যেখানে কল্পনা, দুঃসাহসিকতা, ভাল বনাম মন্দ, প্রেম এবং আশার মহাকাব্যিক কাহিনি রয়েছে। পরিচালকের দাবি, সেই সঙ্গে দুর্দান্ত টেকনোলজির ব্যবহার তো রয়েছো যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি।
আরও পড়ুন: Sanchari Mondal: ৫ মাসের বিরতি কাটিয়ে ফের ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে সঞ্চারী
এই ছবি সম্পর্কে সাংবাদিক সম্মেলনে পরিচালক অয়ন মুখোপাধ্যায় এই ট্রেলার সম্পর্কে বলেন, 'নতুন সিনেমাটিক দুনিয়ার শুরু, 'অস্ত্রাভার্স' (Astraverse)। আমি বিশ্বাস করি যে ব্রহ্মাস্ত্র এমন একটি ছবি যা দেখে ভারতীয় দর্শক গর্ববোধ করবে। আমাদের গভীরে থাকা মূল স্পর্শ করে এই ছবি। আমাদের বিশাল সংস্কৃতিকে উদযাপন করে এই ছবি। একইসঙ্গে টেকনোলজি দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যায়।'