কলকাতা: ৫ মাসের বিরতির পরে কাজে ফেরা। ধারাবাহিক 'ক্যানিংয়ের মিনু'-তে নেতিবাচক চরিত্রে ফিরলেন অভিনেত্রী সঞ্চারী মণ্ডল (Sanchari Mondal)। তাঁর চরিত্রের নাম 'নাতাশা'। এর আগে 'গাঁটছড়া' ধারাবাহিকে অভিনয় করছিলেন সঞ্চারী, কিন্তু মাঝপথেই সেই ধারাবাহিক ছেড়ে দেন তিনি। 


নতুন ধারাবাহিক, নতুন চরিত্র পেয়ে খুশি সঞ্চারী। এবিপি লাইভকে অভিনেত্রী জানিয়েছেন, '২০০৮ সাল থেকে কাজ করছি টানা। প্রতিটা কাজের মধ্যেই একটু বিরতির প্রয়োজন। আমি এতদিন পরে একটা বিরতি নিলাম। ৫ মাস। নিজেকে এই সময়টা দেওয়ার খুব প্রয়োজন ছিল। অনেক কিছু শিখেছি যেটা ভবিষ্যতে পথ চলার অনেক কাজে লাগবে। নিজের জন্য সময় দিতে পেরেছি এতে খুশি আমি। আগামীদিনে ভালো করে কাজ করতে চাই।'


আরও পড়ুন: Tollywood News: বন্ধ প্রতীক-সোনামণির ছবির শ্যুটিং, প্রশ্নের মুখে পরমব্রত, সৃজিত, রাহুলের ছবির ভবিষ্যৎও!


এখনও চলছে ধারাবাহিক 'গাঁটছড়া'। তবে এই ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে না সঞ্চারীকে। অভিনেত্রী জানিয়েছেন, কর্মক্ষেত্রে কিছু তিক্ততা তৈরি হয়েছিল। সেই তিক্ততা মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছিল অভিনেত্রীকে। তার জন্য নাকি অভিনয়ের প্রতি ভালোবাসাও নাকি হারিয়ে ফেলছিলেন। আর তাই ধারাবাহিক ছেড়ে বিরতি নিয়েছিলেন তিনি।'


 






ধারাবাহিক থেকে বিরতি নেওয়ার পরে লম্বা পাহাড় সফরও সেরে ফেলেছেন সঞ্চারী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় এখনও জ্বলজ্বলে পাহাড়ি স্মৃতি। সেই সুখস্মৃতিকে সঙ্গী করেই মন-প্রাণ দিয়ে নতুন কাজ করতে চান সঞ্চারী।