নয়াদিল্লি: 'শিল্পের মাধ্যমে মানুষকে বিভক্ত করা খুব সহজ', সম্প্রতি এমনই উল্লেখ করে, অস্কার বিজয়ী এবং ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীত পরিচালক এ.আর. রহমান (A.R. Rahman) বলেন, 'এটাই সময় ঐক্যবদ্ধ হওয়ার (this was the time to unite) এবং বৈচিত্র্য উদযাপনের'।


আর কী কী বলেন রহমান?


সিআইআই-দক্ষিণ সাউথ ইন্ডিয়া মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটে উপস্থিত ছিলেন রহমান। সেখানে তাঁকে আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। ওই অনুষ্ঠানে এসে রহমান সাত বছর আগে মালয়শিয়ায় ঘটে যাওয়া এক ঘটনার কথা উল্লেখ করেন।


সঙ্গীতশিল্পী বলেন, 'আমি বছর সাতেক আগে মালয়শিয়া গিয়েছিলাম। সেখানে একজন সুপুরুষ চিনা ভদ্রলোক বলেন, "আপনি ভারত থেকে? আমি ভারত খুব পছন্দ করি। আমি উত্তর ভারত বেশি পছন্দ করি। ওঁরা বেশি ফরসা। ওঁদের সিনেমা অনেক বেশি চার্মিং।"!'


সঙ্গীত পরিচালক বলতে থাকেন যে ভদ্রলোকের মন্তব্য তাঁকে চিন্তায় ফেলে এবং তাঁকে অবাক করে যে তিনি কি সত্যিই দক্ষিণ ভারতীয় সিনেমা দেখেছেন এবং কেন তিনি এমন কথা বললেন।


রহমানের মন্তব্য


এ আর রহমান বলেন, 'ওঁর কথায় বেশ আহত হই। তারপর আমি বুঝলাম আমাদের কী করা উচিত। আমাদের শ্যামবর্ণ অভিনেতাদের নিয়ে ছবি করানো উচিত। ওঁদের আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন ও তাঁদের এমন চরিত্র দেওয়া উচিত যা তাঁদের মর্যাদা এনে দেবে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা দক্ষিণ ভারতীয়রা করতে পারে কারণ আমরা আমাদের গায়ের রঙ পছন্দ করি।'


তবে একথাও তিনি পরিষ্কার করে দেন তাঁর বক্তব্যে যে উত্তর হোক বা দক্ষিণ, ভারত তো ভারতই। 'আমার কাছে এসবের কোনও মানে নেই। কেউ এখানে ভাল কিছু করে, উত্তর ভারতে লাভ হয়। কেউ ওখানে ভাল করে, আমাদের লাভ হয়। সীমারেখা সব ভেঙে গেছে। যদি নেটফ্লিক্সেই দেখেন, মানুষ মালয়লম ছবি, তেলুগু ছবি সবই দেখেন। সীমানা ভেঙে গেলেও কিন্তু আমাদের অবশ্যই নিজেদের ক্ষমতাশীল করতে হবে। এবং শিল্পের মাধ্যমে, এটি আরও সহজ।'


সঙ্গীতশিল্পী বলেন, 'শুধু দক্ষিণ ভারতীয়দের মধ্যেই কল্পনার পরিধি সীমাবদ্ধ থাকা উচিত নয়। শুধু আমাদের সংস্কৃতির জন্য। আমাদের বিশ্বকে দেখাতে হবে আমাদের মাথা কেমন এবং আমাদের সংস্কৃতি কেমন আন্তর্জাতিক।'


আরও পড়ুন: Runway 34 New Trailer: অসাধারণ অমিতাভ-অজয়, প্রকাশ্যে 'রানওয়ে ৩৪'-এর নতুন ট্রেলার


সবশেষে একত্রিত হওয়ার বার্তা দেন রহমান। তিনি বলেন, 'মানুষকে শিল্প, সিনেমার মাধ্যমে আলাদা করা খুবই সহজ। তবে এখন একত্রিত হওয়ার সময়। এই সময়ে আমাদের একতা দেখানো উচিত যাতে আমরা আরও শক্তিশালী হতে পারি ও পৃথিবীকে নেতৃত্ব দিতে পারি।'