মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রে থেকে নানা খবর পাওয়া যাচ্ছে। কপূর পরিবারের সদস্যরা মুখ বন্ধ করে রাখলেও আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট (Rahul Bhatt) সংবাদমাধ্যমকে নানা তথ্য দিচ্ছেন। আগেই তিনি রণবীর-আলিয়ার বিয়ের খবর নিশ্চিত করে জানিয়েছিলেন যে, বিয়েটা হচ্ছে এবং তিনি আমন্ত্রিতও রয়েছেন। এবার তিনি জানালেন হাই ভোল্টেজ এই বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তার জন্য কী কী করা হচ্ছে।


রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তা প্রসঙ্গে রাহুল ভট্ট-


সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট জানালেন যে, হাই ভোল্টেজ এই বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা প্রয়োজন। তাই মুম্বইয়ের সেরা সিকিউরিটি কোম্পানি থেকে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হয়েছে। তিনি জানাচ্ছেন, যেহেতু রণবীর-আলিয়ার বিয়ের দিকেই এখন সমস্ত নজর রয়েছে। সাধারণ মানুষ থেকে তারকারা প্রত্যেকেই এই বিয়েকে কেন্দ্র করে উত্তেজিত। তাই নিরাপত্তাও কড়া হওয়া প্রয়োজন। সেই কারণেই ২০০ বাউন্সারকে বিয়ের দিন নিয়োগ করা হচ্ছে। এছাড়াও সমস্তরকম নিরাপত্তার জন্য মুম্বইয়ের সেরা সিরিউরিটি ফোর্স যার নাম ৯/১১ এজেন্সি, সেখান থেকে রণবীর-আলিয়ার বিয়েতে নিরাপত্তারক্ষীরা থাকতে চলেছেন। নিরাপত্তারক্ষীরা আরকে স্টুডিও ছাড়াও রণবীর-আলিয়ার নতুন বাড়িতেও মোতায়েন থাকবেন।


আরও পড়ুন - Runway 34 New Trailer: অসাধারণ অমিতাভ-অজয়, প্রকাশ্যে 'রানওয়ে ৩৪'-এর নতুন ট্রেলার


প্রসঙ্গত, সদ্যই জানা গিয়েছে যে, পঞ্জাবী রীতি অনুযায়ী রণবীর-আলিয়া বিয়ে সারলেও তাতে থাকতে চলেছে আধুনিকতার ছোঁয়া। কেমন তা? জানা যাচ্ছে, ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতেই বিয়ে সারবেন তাঁরা। আর সাতপাক ঘোরার আগেই একে অপরের প্রতি অঙ্গীকার বদ্ধ হবেন রণবীর-আলিয়া। অর্থাৎ, ঐতিহ্য মেনে বিয়ের আগেই শপথবাক্য পাঠ করবেন তাঁরা। এমনও শোনা যাচ্ছে, ইতিমধ্যে বিয়ের দিন শপথবাক্যের বয়ান তৈরি করে ফেলেছেন দুই তারকা। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া।