নয়াদিল্লি: গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে অভিনেত্রী ও বামপন্থী সমাজকর্মী স্বরা ভাস্কর (Swara Bhasker) জানান নিজের বিয়ের কথা। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। এখন শোনা যাচ্ছে নবদম্পতির জন্য 'রিসেপশন পার্টি'র (Reception Party) আয়োজন করা হয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির (Aligarh Muslim University) ছাত্রদের তরফে। তবে সেই নিয়েও শুরু হয়েছে বিবাদ।
স্বরা-ফাহাদের বিয়ের রিসেপশন AMU-তে?
আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রাক্তনী ফাহাদ আহমেদ। সূত্রের খবর, ফাহাদের জীবনের নতুন অধ্যায়ের শুরুটা উদযাপন করতে একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তরফে।
AMU-র স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট ফজল হাসান জানিয়েছেন যে একটি 'দাওয়াত'-এর আয়োজন করা হয়েছে নবদম্পতির জন্য যেখানে আশা করা হচ্ছে ৫০ থেকে ১০০ জন মতো উপস্থিত থাকতে পারেন। তিনি বলেন, 'স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের জন্য AMU ক্যাম্পাসে আমরা একটা 'দাওয়াত' রিসেপশনের আয়োজন করেছি। ৫০-১০০ জন মতো আসতে পারে। এটা তাঁদের ব্যক্তিগত জীবন, আমরা সবচেয়ে কম যা করতে পারি তা হল ওঁদের আমাদের আশীর্বাদ দেওয়া। বিশ্ববিদ্যালয়ের দরজা কারও জন্য বন্ধ থাকবে না।' জানা যাচ্ছে 'ওয়ালিমা' বা 'রিসেপশন পার্টি'র আয়োজন করা হবে ক্যাম্পাসেই, যেখানে স্বরা ও ফাহাদকে তাঁদের বিয়ের উদযাপনের জন্য ডাকা হবে।
তবে এই নিয়েও শুরু হয়েছে তরজা। ফজল হাসান বলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সকলের সঙ্গে আলোচনা করেই। অনেকেই স্বরা ও ফাহাদের বিয়ের বিরুদ্ধে কারণ তাঁরা 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট' মেনে বিয়ে সেরেছেন। হাসান বলেন, 'কিছু মানুষ প্রতিবাদ করছেন, সকলের আলাদা দৃষ্টিভঙ্গী থাকে। ওঁরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আইন মেনে বিয়ে করেছেন। এই ক্যাম্পাস সকলের জন্য। আমরা একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে আদৌ রিসেপশন হবে কি না।'
১৬ ফেব্রুয়ারি, ২০২৩, অর্থাৎ গত বৃহস্পতিবার, নিজের বিয়ের কথা ঘোষণা করেন স্বরা। তিনি জানান যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনে চলতি বছরের ৬ জানুয়ারিই বিয়ে সেরেছেন তিনি ও ফাহাদ। শেয়ার করেন একটি মিষ্টি ভিডিও।
স্বরা এবং ফাহাদের বিয়ে উদযাপনকারী ভারতীয় মুসলমানদের একাংশকে নিন্দা জানিয়ে শিকাগো-ভিত্তিক ইসলামিক পণ্ডিত মুফতি ইয়াসির নাদিম আল ওয়াজিদি দাবি করেছেন যে ফাহাদ আহমেদের সঙ্গে স্বরা ভাস্করের বিয়ে 'ইসলামিকভাবে অবৈধ' কারণ স্বরা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তাঁর মন্তব্য যাঁরা তাঁদের বিয়ে উদযাপন করছেন সকলেই 'লিবারিজম'-এর দ্বারা 'সংক্রমিত'।