কলকাতা: এই গল্প চার বন্ধুর, থুড়ি বান্ধবীর। সুমন মৈত্রের (Suman Maitra) পরিচালনায় এবার বন্ধুত্ব পাতাবেন, পায়েল সরকার (Paayel Sarkar),  অলিভিয়া সরকার (Alivia Sarkar), রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay), তনিমা সেন (Tanima Sen)। মুক্তি পেল নতুন ছবি 'আবার অরণ্যে দিনরাত্রি' (Abar Awronne Din Ratri)-র পোস্টার। 


এই ছবির ঘোষণা অবশ্য হয়েছিল আগেই। এরপরে, বিশেষ কারণে পিছিয়ে এই ছবির মুক্তি।  ইন্দো আমেরিকানা প্রযোজনা সংস্থার প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। কয়েকজন বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালবাসার গল্প বলে এই ছবি। গল্প অনুযায়ী, ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে যান তিন নারী। নন্দিনী (Nandini), এনাক্ষী (Enakshi) ও মিঠি (Mithi)। তাঁরা চারজন ভ্লগার। চার বন্ধুর প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, ধ্যানধারণা রয়েছে আর রয়েছে আলাদা আলাদা জীবনের গল্প। 


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ঝলকও। সেখানে চোখ জুড়িয়ে দেয় সবুজের সমারোহ। ঘন জঙ্গল আর গাছের পাতার ফাঁক দিয়ে আসা রোদই মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। রয়েছে পাহাড়ের মাদকতাময় সৌন্দর্য্য ও দৃষ্টিনন্দন শোভাও। ইন্দো আমেরিকানা প্রযোজনা সংস্থার প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। সময়ের প্রয়োজনে গল্প বদলে নেওয়া হয়েছে কিছুটা। যে তিন নারীর কথা এখানে বলা হয়েছে, তারা ৩ জনেই ভ্লগার। গোটা ছবি জুড়ে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যের শোভা, তেমনই রয়েছে বন্ধুত্ব আর সম্পর্কের গল্পও। ছবিতে রয়েছে জমাটি ও মেজাজ তৈরি করা আবহ সঙ্গীতও। সব মিলিয়ে এই ছবি কতটা মন কাড়তে পারে, সেজন্য ছবি মুক্তির অপেক্ষায় থাকতে হবে দর্শকদের। ছবিতে তনিমাকে দেখা যাবে, এক্কেবারে অন্যরকম লুকে। 


এই ছবিতে অন্যান্য ভূমিকায় থাকছেন, যুক্তা রক্ষিত, পার্থ সারথি দেব, রূপসা মুখোপাধ্যায়, তনিমা সেন, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, আরিয়ান রায়, অর্পিতা দাস, রাজিব সাহা ও বিশ্বজিৎ রায়। 


 






আরও পড়ুন: Dadur Kirti: ওয়েব সিরিজে পরাণ-সত্যমের প্রথম প্লেব্যাক, রাহুলের 'দাদুর কীর্তি' একাধিক চমকে ভরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।