‘ছবির শ্যুটে সমস্ত পোশাক সরাতে বলেন,’ প্রচারের আশায় মিথ্যে বলেছেন তনুশ্রী, দাবি বিবেক অগ্নিহোত্রীর আইনজীবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2018 05:16 PM (IST)
মুম্বই: শুধু নানা পাটেকর নন, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর হাতেও হেনস্থার শিকার হয়েছিলাম, অভিযোগ করেন তনুশ্রী দত্ত। সেটা ২০০৫ সালের ঘটনা। ‘চকোলেট’ ছবির শ্যুটিং চলছিল তখন। ইরফান খানের সঙ্গে একটি নাচের দৃশ্যে তনুশ্রীকে পোশাক সরাতে বলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, এমনই অভিযোগ অভিনেত্রীর। এবার সেই পরিচালকের আইনজীবী দাবি করলেন, প্রচারের আশায় পুরোটাই মিথ্যে বলছেন তনুশ্রী। নানা পাটেকর ছাড়া বিবেক অগ্নিহোত্রীর আইনজীবীও অভিনেত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন। প্রসঙ্গত, এই নিয়ে দুটি আইনি নোটিস পেলেন তনুশ্রী দত্ত। বিবেক অগ্নিহোত্রীর আইনজীবী শুধু তনুশ্রীকে নন, সংবাদমাধ্যমকেও আক্রমণ করতে ছাড়েননি। তাঁর বক্তব্য, যেসমস্ত সংবাদমাধ্যম কোনওভাবে নিশ্চিত না হয়ে তনুশ্রীর একতরফা দাবি সম্প্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তা করছেন তাঁর মক্কেল।