মুম্বই:  বলিউড ইন্ডাস্ট্রির এইমুহূর্তের অন্যতম চর্চিত বিষয় হল তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্ক। এই বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রির একাধিক লোককে প্রশ্নও করা হয়েছে। পরিণীতি চোপড়া-অর্জুন কপূরকেও এব্যাপারে প্রশ্ন করা হয়। তাঁদের আসন্ন ছবি 'নমস্তে ইংল্যান্ড'-এর মিউজিক লঞ্চে অর্জুন-পরিণীতিকেও এবিষয় প্রশ্ন করা হয়।

 

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে পরিণীতি বলেন, যেসমস্ত মেয়েরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন, তাঁদের উচিত আরও বেশি করে মুখ খোলা। অভিযুক্তদের মুখোশ টেনে ছিঁড়ে দেওয়া। পরিণীতি মনে করেন, অন্যায়ের প্রতিবাদ যদি এখনই না করা হয়, তাহলে আগামী দিনেও করা হবে না। তাঁদের মুখ বন্ধ করার জন্যে নানা কাণ্ড ঘটানো হবে। অতএব এর সমাধান একটাই। অন্যায়ের প্রতিবাদে মুখ খুলতে হবে। ব্যক্তিগত ভাবে তিনি এধরনের পরিস্থিতি সম্মুখীন এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে হননি বলে দাবি পরিণীতির।

তারপরই ‘নমস্তে ইংল্যান্ড’-এর অভিনেত্রীর দাবি, তনুশ্রীর কথায় যদি সামান্য সত্যি থাকে, তাহলে ইন্ডাস্ট্রির বহু লোকেরই সমর্থন তিনি পাবেন। এধরনের হেনস্থার শিকার একজন মহিলা না হয়ে, যদি পুরুষও হন, তাহলে তাঁকেও মুখ খুলতে হবে। ইন্ডাস্ট্রির বহু সদস্যই সেই পুরুষকেও সমর্থন করবেন।

অর্জুনও মনে করেন, এধরনের ঘটনা বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই ঘটে। মহিলারা যৌন হেনস্থার শিকার হন। কিন্তু যখন কেউ এবিষয় নিয়ে মুখ খোলেন, তখন বুঝতে হবে তিনি যথেষ্ট সাহস সঞ্চয় করেই কাজটা করেছেন। অতএব সকলের উচিত সেই মহিলার বক্তব্য শোনা। তনুশ্রীর কথা শোনার আগেই অনেকে বলছেন তিনি মিথ্যা বলছেন। মাদকাসক্ত ছিলেন। কিন্তু তাঁকে বলতে দেওয়া হোক, ঘটনার তদন্ত হোক। সত্যি সামনে আসবেই।