মুম্বই: রুপোলি পর্দার আইকন শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর প্রয়াত অভিনেত্রীর পরিবারের আর্জি, এই অসময়ের মৃত্যুশোক থেকে বেরিয়ে আসার জন্য তাদের যেন একটু একলা ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে, সংবাদমাধ্যমের প্রতি পরিবারের অনুরোধ, মর্যাদার সঙ্গে বেঁচেছিলেন শ্রীদেবী। মৃত্যুর পরও যেন তাঁর সেই ঐতিহ্যকে সম্মান করা হয়।
গত শনিবার, দুবাইতে আচমকা মৃত্যু হয় ৫৪ বছরের শ্রীদেবীর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে তীব্র জল্পনার সৃষ্টি হয়। অবশেষে এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন কপূর, আয়াপ্পান ও মারওয়া পরিবারের তরফে যৌথ বিবৃতি প্রকাশ করে বলা হয়, গত কয়েকদিন ধরে ভীষণই কঠিন সময় দিয়ে চলছে আমাদের পরিবার। বিশেষ করে, এদিন ছিল কঠিনতম। আমরা সেই সুন্দর আত্মাকে চিরনিদ্রায় পাঠালাম, যে ভীষণই তাড়াতাড়ি সকলকে ছেড়ে চলে গেল।
বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে চলা এই কঠিন সময়কে অতিক্রম করতে আমাদের একমাত্র সাহায্য করেছে সকলের বিপুল পরিমাণ ভালবাসা ও সহযোগিতা। তা সে – সহকর্মী হোন বা অসংখ্য ভক্ত, অথবা পরিবার কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শুভান্যুধায়ীরা। বিবৃতিতে বলা হয়েছে, পরিবার-পরিজনের সঙ্গে তাঁর যোগাযোগ যেমন ছিল, তেমনই দর্শকদের সঙ্গেও একই যোগাযোগ ছিল। ফলে, তিনি যে ঐতিহ্য ছেড়ে গেলেন, তা অনন্য।
বিবৃতিকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলা হয়েছে, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। একইসঙ্গে, শোকযন্ত্রণা থেকে বেরিয়ে আসার সময় দিন। তিনি সারাটা জীবন সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচেছিলেন। তাই আশা করব, এখনও তাঁর সেই সম্মান প্রাপ্য। শ্রীদেবী যে ঐতিহ্য ছেড়ে গেলেন, তা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দুই কন্যা—জাহ্নবী ও খুশির। হৃদয়ে ব্যথা না নিয়ে তাঁরা যাতে জীবনে এগোতে পারেন, তার জন্য সকলের সহযোগিতা কাম্য।