কলকাতা: 'পুষ্পা' (Pushpa) ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। মঙ্গলবার, দিল্লিতে '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (69th National Film Awards)-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ (Droupadi Murmu)-র হাত থেকে সেই পুরস্কার নিলেন অভিনেতা। আর হায়দরবাদে ফেরার পরেই অল্লু অর্জুন (Allu Arjun)-কে মহা-সমারোহে স্বাগত জানালেন অনুরাগীরা। 


সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। একটি কালো হুডখোলা গাড়িতে করে ফিরছেন অল্লু অর্জুন। তাঁর গাড়িতে পুষ্পবৃষ্টি করা হচ্ছে। সবাই হাত জোড় করে নমস্কার করছেন তিনি। ধন্যবাদ জানাচ্ছেন। 'পুষ্পা' ছবিটি কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। অল্লু অর্জুনের ছবিটি ভীষণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। সেই জনপ্রিয়তাই এনে দিন পুরস্কার। অল্লু অর্জুনের সঙ্গে পুরস্কার নিতে এসেছিলেন অল্লু স্নেহা রেড্ডি।


 






২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার (National Award) পান অল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছয় এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই ছবির কাজ পিছিয়ে যায় বারবার। 


২০২৪ সালের ১৫ অগাস্ট, ২০২৪ সালে, মুক্তি পাবে 'পুষ্পা ২'। প্রযোজনা সংস্থা 'মৈত্রী মুভি মেকার্স'র (Mythri Movie Makers)  তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে 'পুষ্পা ২' ছবির মুক্তির তারিখ। সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তাঁর পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি, এছাড়া রশ্মিকা মান্দান্নাও (Rashmika Mandanna) ফিরবেন তাঁর মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে।  


 


 






আরও পড়ুন: Pankaj Tripathi: জাতীয় সম্মান প্রয়াত বাবাকে উৎসর্গ করলেন পঙ্কজ, কী বললেন আগামী ছবি নিয়ে?