হায়দরাবাদ: 'পুষ্পা ২' খ্যাত অভিনেতা অল্লু অর্জুনকে আজ শুক্রবার গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। চিক্কড়পল্লী থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে এবং সেখান থেকে আদালতে হাজির করা হয় তাঁকে। আদালতে সমস্ত বিচার বিবেচনার (Allu Arjun Arrested) পরে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার রায় ঘোষণা করা হয় অল্লু বিরুদ্ধে। আর এই আবহেই নিহত মহিলার স্বামী যিনি মূলত থানায় অল্লু অর্জুনের (Allu Arjun) বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, তিনি জানিয়েছেন যে প্রয়োজনে মামলা প্রত্যাহার করে নেবেন এবং এই পদপিষ্ট হওয়ার ঘটনায় অল্লু অর্জুনের কোনো দোষ ছিল না। ৪ ডিসেম্বর ছবির প্রিমিয়ার চলার সময় সন্ধ্যা থিয়েটার হল এলাকায় অত্যধিক ভিড়ে রেবতী নামের এক ৩৫ বছর বয়সী মহিলা পদপিষ্ট হয়ে মারা যান, এই ঘটনা নিয়েই মামলা দায়ের হয় অভিনেতার বিরুদ্ধে।


নিহতর স্বামী কী জানিয়েছেন


শুক্রবার অল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনার পরে সংবাদমাধ্যমকে নিহত মহিলার স্বামী একটি বিবৃতিতে জানিয়েছেন, 'আমরা কেবল সেদিনে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলাম, কারণ আমার ছেলে ছবিটা দেখতে চেয়েছিল। এতে অল্লু অর্জুনের কোনো দোষ নেই, যে তিনি সেদিন সেই প্রেক্ষাগৃহে এসেছিলেন। আমি আমার মামলা প্রত্যাহার করে নিতে রাজি আছি। পুলিশ আমাকে তাঁর গ্রেফতারির বিষয়ে কিছুই জানায়নি। আমি খবরে এই বিষয়ে জেনেছি এবং সেই সময় আমি হাসপাতালেই ছিলাম। এই পদপিষ্ট হওয়ার ঘটনায় অল্লু অর্জুনের আদপে কিছুই করার ছিল না'।


আরও পড়ুন: Allu Arjun Arrested: 'ক্রিকেট ম্যাচে ঘটলে বিরাট গ্রেফতার হতেন ?', অল্লু অর্জুনের গ্রেফতারে ক্ষুব্ধ অনুরাগীরা, ঝড় সমাজমাধ্যমে


আর এর মাধ্যমেই পুরো মামলাতেই একটা মোচড় আসে। মূলত সেই নিহত মহিলার স্বামী ভাস্করের অভিযোগের উপর ভিত্তি করে আজ শুক্রবার অভিনেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়িতে গিয়ে অল্লু অর্জুনকে আটক করে পুলিশ। থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাঁর মেডিকেল টেস্ট করানোর জন্য আদালতে পেশ করার আগে নিয়ে যাওয়া হয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে।


শুক্রবার গ্রেফতারির পরে অল্লু অর্জুনকে নামাপল্লি কোর্টে পেশ করা হয়। এবার এই ঘটনায় অভিনেতাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর রায় দেয় আদালত। এর আগে এই মর্মান্তিক ঘটনার পরেই মৃতা মহিলার পরিবারের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা জানিয়েছিলেন অল্লু অর্জুন। তারপর আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ।


আরও পড়ুন: Allu Arjun: গ্রেফতারি পরে অল্লু অর্জুনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় শোনাল আদালত