Allu Arjun: শুক্রবার জুবিলি হিলসের বাড়ি থেকে হায়দরাবাদের চিক্কড়পল্লী থানার পুলিশ গ্রেফতার করে দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনকে। সম্প্রতি তাঁর অভিনীত 'পুষ্পা ২' (Pushpa 2) ছবি মুক্তি পেয়েছে এবং সেই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে অল্লুর উপস্থিতির খবরে অযাচিত জনসমাগমে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই অল্লু অর্জুনের (Allu Arjun) নামে অভিযোগ দায়ের হয়েছে থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জনপ্রিয় অভিনেতার গ্রেফতারির ঘটনায় স্বভাবতই ক্ষোভ (Allu Arjun Arrested) ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অনুরাগীদের অনেকেই এই গ্রেফতারকে অনাবশ্যক, বে-আইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। আবার বিআরএস দলের নেতা এবং বিধায়ক কেটি রামা রাও অল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনাকে 'শাসকের নিরাপত্তাহীনতা' বলেও দাবি করেছেন। সব মিলিয়ে অল্লু অর্জুনের গ্রেফতারিতে তোলপাড় নেট মাধ্যম।
কেউ কেউ সমাজমাধ্যমে লিখেছেন যে, যেখানে অভিনেতা নিজেই উপস্থিত ছিলেন না, সেখানে তাঁকে গ্রেফতার করা অর্থহীন। আবার একজন নেটিজেন এক্স হ্যান্ডলে লিখেছেন যে, 'একইভাবে কোনো ক্রিকেট ম্যাচে যদি এই পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটত, তাহলে কি বিরাট কোহলিকে গ্রেফতার করত পুলিশ ?' কেউ কেউ আবার এই ঘটনাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক মহলের কাজ বলে মনে করছেন। অন্য একজন লিখছেন, 'এই গ্রেফতারির ঘটনায় এবার পুষ্পা ২ ২ হাজার কোটির ক্লাবে পৌঁছে যাবে'।
অল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনাকে রাজনৈতিক পরিকল্পনা বলে মনে করছেন বিআরএস দলের নেতা এবং বিধায়ক কেটি রামা রাও। তিনি নিজের এক্স হ্যান্ডলে লেখেন, 'অল্লু অর্জুনের মত একজন পুরস্কারপ্রাপ্ত অভিনেতার গ্রেফতার আসলে শাসকের নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু নয়। তাঁকে অন্য সাধারণ অপরাধীর পর্যায়ে ফেলার জন্য মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকেই আগে গ্রেফতার করা উচিত'।
গ্রেফতারির সময় অল্লুর বাড়িতেই উপস্থিত হয়েছিলেন হায়দরাবাদ পুলিশ। আর সেই সময় একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে যে অল্লু পুলিশকে অনুরোধ করছেন যাতে তাঁকে অন্তত প্রাতরাশ করতে দেওয়া হয়, তাঁর হাতে কফির কাপও লক্ষ্য করা গিয়েছে। এই প্রাঙ্গণেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী এবং বাবাও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Allu Arjun Arrested: গ্রেফতার অল্লু অর্জুন, পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর অভিযোগে আটক অভিনেতা