Allu Arjun Arrested: দক্ষিণী তারকা অল্লু অর্জুনকে (Allu Arjun) গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। শুক্রবারই তাঁকে আটক করা হয়েছে। তাঁর অভিনীত সাম্প্রতিক ছবি 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। কিছুদিন আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক ৩৯ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে। এমনকী এই ঘটনায় তাঁর ৮ বছরের সন্তানও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় আজ অল্লু অর্জুনকে গ্রেফতার করে চিক্করপল্লী থানায় (Allu Arjun Arrested) নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, এমনটাই জানা গিয়েছে। ৪ ডিসেম্বর মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং তাঁর জেরে আজ অল্লুকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। 



এর আগে এই মর্মান্তিক ঘটনার পরেই মৃতা মহিলার (Allu Arjun Arrested) পরিবারের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা জানিয়েছিলেন অল্লু অর্জুন। তারপর আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ। জুবিলি হিলসে অল্লুর বাড়িতে এসে তাঁকে গ্রেফতার করেছে হায়দরাবাদের চিক্কড়পল্লীর পুলিশ। পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছে, পুলিশসূত্রে তাঁর নাম জানা গিয়েছে রেবতী। তাঁর পুত্র তেজার সঙ্গেই তিনি উপস্থিত ছিলেন সন্ধ্যা থিয়েটার প্রাঙ্গণে। আর সেখানেই অগণিত মানুষের ভিড়ে দমবন্ধ হয়ে আসছিল রেবতীর সন্তানের, পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা। 


আর এই ঘটনার পরে পরেই বিগত সোমবার আরেক অনুরাগীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। কল্যাণদূর্গম এলাকার ডেপুটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (ডিএসপি) রবি বাবুর পিটিআইকে জানিয়েছেন যে সোমবার সন্ধ্যা ৬টার সময় একটি প্রেক্ষাগৃহের পরিচারক এক ৩৫ বছর বয়সী মহিলাকে মৃত অবস্থায় খুঁজে পান। তদন্তে জানা যায় সেই মহিলার নাম হর্জিনা মন্ধানাপ্পা। তিনি দুপুর আড়াইটের সময় ম্যাটিনি শোতে এই ছবিটি দেখতে এসেছিলেন বলে জানা গিয়েছে। তবে সেই সময় তাঁকে নেশাগ্রস্ত থাকতে দেখা গিয়েছে বলে অনেকের মত, পুলিশ এখনও এই মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rashmika Mandhana: 'আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমায়...', কোন বলি অভিনেতার প্রংশসায় পঞ্চমুখ রশ্মিকা মন্দানা?